Weather Update: শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, তার পরেই ফিরবে অস্বস্তিকর গরম

0

খবরঅনলাইন ডেস্ক: গত দু’ সপ্তাহের আবহাওয়া দেখে মানুষজন কার্যত ভুলতেই বসেছেন যে এখন গ্রীষ্মকাল চলছে। দফায় দফায় বৃষ্টিতে মাঝেমধ্যেই মনে হচ্ছে বর্ষা হাজির হয়ে গিয়েছে রাজ্যে। মামুলি বৃষ্টি নয়, রীতিমতো রেকর্ড ভাঙা বর্ষণ হচ্ছে। তবে বৃষ্টির এই পালা এ বার শেষের পথে। শনিবার থেকেই রাজ্যে ফিরবে অস্বস্তিকর গরম।

মঙ্গলবারের রেকর্ড ভাঙা বৃষ্টির পর বুধবারও যে ভাবে বৃষ্টি হল কলকাতায় গরমকালে তা দেখাই যায় না। তবে বুধবারের বৃষ্টির সঙ্গী ছিল কালবৈশাখী ঝড়ও। এর ফলে আবহাওয়া ফের কিছুটা মনোরম হয়ে উঠল। প্রভাব পড়ল বৃহস্পতিবারের ভোরের তাপমাত্রাতেও, যেটা ২২ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

Loading videos...

আলিপুর আবহাওয়া দফতরের হিসেব বলছে বুধবার রাতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। তবে মঙ্গলবারের মতো গোটা শহরে এক রকম ছিল না বৃষ্টির দাপট। উত্তর কলকাতায় বৃষ্টি কিছুটা কমই হয়েছে। দক্ষিণে দাপট বেশি ছিল। কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের সর্বত্রই মোটামুটি ভালো বৃষ্টি পায়। শান্তিনিকেতনে ১৭ এবং দিঘায় ১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

বৃহস্পতিবারও দুপুরের পর ঝড়বৃষ্টি হানা দিতে পারে কলকাতা তথা গোটা দক্ষিণবঙ্গে। কারণ দক্ষিণবঙ্গের আবহাওয়া এখনও বৃষ্টির জন্য যথেষ্ট অনুকূল রয়েছে। তার পরেই বৃষ্টির প্রভাবমুক্ত হবে দক্ষিণবঙ্গ। বাড়তে থাকবে গরম।

উল্লেখ্য, গত বছর নভেম্বরের শেষ সপ্তাহ থেকে এ বছর ৩০ এপ্রিল পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিও পায়নি কলকাতা। এতে ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ১ মে থেকে এখনও পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে সেই আশঙ্কা এখন আর নেই।

আরও পড়তে পারেন Corona Update: নতুন সংক্রমণ বাড়লেও টেস্টের তুলনায় তা বেশ কম, দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার ইঙ্গিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.