সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় বদল আসতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তুরে হাওয়া বইতে শুরু করলেও দিনের বেলায় রোদের তাপ অনুভূত হবে। তবে সন্ধ্যার পর তাপমাত্রা কমবে, ফিরবে শীতের আমেজ।
বিশেষজ্ঞদের মতে, ৮-৯ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে ফের ঠান্ডার একটি ছোট্ট দফা আসতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে নামতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা আরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকলেও, হালকা উত্তুরে হাওয়ার ফলে শীতের অনুভূতি কিছুটা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শহরবাসীর জন্য এটি মরসুমের শেষ শীতের ছোঁয়া হতে পারে। ফলে এখনই শীতের পোশাক গুছিয়ে রাখার প্রয়োজন নেই।
এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কম থাকায় আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে ঠান্ডা অনুভূত হবে।