রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হল। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার এই রদবদল বিষয়ক ফাইলে স্বাক্ষর করেছেন। নির্দেশিকা অনুযায়ী, মানস ভুঁইয়া পেয়েছেন সেচ দফতরের দায়িত্ব। সাংসদ হয়ে যাওয়া পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া এই দফতরের দায়িত্ব মানস ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়েছে।
এই রদবদলে গুরুত্ব বেড়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের। পরিবেশ দফতরের অতিরিক্ত দায়িত্বও পেয়েছেন তিনি। অন্যদিকে, গুলাম রব্বানীর দফতরও বদল হয়েছে। তিনি পরিবেশ দফতর থেকে অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব পেয়েছেন।
বাবুল সুপ্রিয়, যিনি তথ্যপ্রযুক্তি দফতরের দায়িত্বে ছিলেন, এবার শিল্প পুনর্গঠন দফতরের অতিরিক্ত দায়িত্বও পেলেন। সদ্য মন্ত্রিসভা থেকে সরানো হয়েছে অখিল গিরিকে, তাঁর অভব্য আচরণের জন্য। বর্তমানে কারা দফতরের মন্ত্রী নেই। নতুন নির্দেশিকায় কারা দফতরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত কারা দফতর নিজের কাছেই রেখেছেন।
দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রিসভার রদবদলের ফাইলে সই করেছেন। অখিল গিরির পদত্যাগপত্রও গৃহীত হয়েছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন একজন মহিলা অফিসারের বিরুদ্ধে অখিল গিরির মন্তব্যের বিষয়ে তদন্ত করতে, যাতে সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা বজায় থাকে।