কলকাতা: আপাত স্বস্তি দিয়ে ফের অনেকটাই নীচে নামল দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। তবে ফের এক বার ৩ শতাংশ ছুঁইছুঁই সংক্রমণের হার। যদিও পরিস্থিতি খুব একটা উদ্বেগজনক নয় বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৩০ জন (যা আগের দিন ছিল ৭৭১)। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৯ হাজার ১২।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০১ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৫২ হাজার ৪৯১ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৯৪৫ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৫৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ৮১ জন সক্রিয় রোগী কমেছে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ১৮ হাজার ১১৮টা নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.৯৩ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি। তাও এটা বলতেই হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কারণ এই দুই জেলাতেই আগস্টের শেষ সপ্তাহেই দৈনিক সংক্রমণ শতাধিক অতিক্রম করেছিল। সেই তুলনায় বিচার করলে এখনও সে ভাবে উদ্বেগজনক কোনো বৃদ্ধি এই দুই জেলার সংক্রমণে আসেনি।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১০২ এবং উত্তর ২৪ পরগণায় ৯৭ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১২৫ এবং ৯৫ জন। কলকাতায় এবং উত্তর ২৪ পরগণায় ২ জন করে কোভিডরোগীর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৪৮, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ৯৯৮। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১ হাজার ৫৬৬ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৬৬ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৯৯ এবং ৪৭৭০ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৩
সুস্থ হলেন –৬
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –১৩
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –২৫
সুস্থ হলেন –২৭
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৯
সুস্থ হলেন –৬
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –১০
সুস্থ হলেন –২০
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –৭
সুস্থ হলেন –২
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৫
সুস্থ হলেন –১৩
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -২
সুস্থ হলেন –৯
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -১
সুস্থ হলেন –৪
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -২৭
সুস্থ হলেন –৩৭
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –৯
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –১০
সুস্থ হলেন –১৬
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -১৭
সুস্থ হলেন –২৪
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -২২
সুস্থ হলেন –১৭
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -২
সুস্থ হলেন –২
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -৭
সুস্থ হলেন -১৮
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত–১৯
সুস্থ হলেন –২৭
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –৮
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৩৩
সুস্থ হলেন –৩৯
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৬০
সুস্থ হলেন -৪০
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৪১
সুস্থ হলেন –৪৪
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে হাওড়া দক্ষিণ ২৪ পরগণায়। একজন করে রোগী মারা গিয়েছেন নদিয়া এবং পশ্চিম বর্ধমানে।
আজকের আরও কিছু উল্লেখযোগ্য খবর পড়ুন এখানে:
মণ্ডপে জুতো মামলায় হাইকোর্টে স্বস্তি দমদম পার্ক ভারত চক্রের
বিজেপি নেত্রীর যৌন হেনস্থা মামলায় কৈলাস বিজয়বর্গীয়-সহ ৩ নেতার আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
ভয়ংকর কাণ্ড! অযোধ্যায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে গুলিতে নিহত ১, গুরুতর আহত ২
অমিত শাহের গোয়া সফরের আগেই সরল তৃণমূলের হোর্ডিং, এই ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে
অতিরিক্ত যাত্রীচাপ নিয়ন্ত্রণে বিধাননগরে দাঁড়াবে না কোনো ট্রেন, কড়া সিদ্ধান্ত পূর্বরেলের
আগের দিনের তুলনায় ১৬ শতাংশ বাড়লেও ১৯ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।