কলকাতা: রাজ্যের কোভিড পরিস্থিতি প্রায় অপরিবর্তিত শনিবারেও। এ দিনেও দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে সাড়ে পাঁচশোর আশেপাশে। উল্লেখযোগ্য ভাবে, এ দিন রাজ্যের মাত্র তিনটি জেলায় কোভিড মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি সুস্থতা।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫৫৬ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৬ হাজার ৫১১।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬০ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৯৯ হাজার ৩৫০ জন। গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৬৬০ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩৩ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার প্রায় আগের দিনের মতোই। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৮ হাজার ৩৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত এ দিন সংক্রমণের হার ছিল ১.৪৫ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় সংক্রমণ এমনিতেই গোটা রাজ্যের মধ্যে সব থেকে বেশি। তবে বেশ কিছুটা স্বস্তি দিয়ে এই নিয়ে পর পর দু’দিন কলকাতার সংক্রমণ দুশোর নীচে এবং উত্তর ২৪ পরগণার সংক্রমণ একশোর কিছুটা উপরে রেকর্ড করা হয়েছে।
শহরে গত ২৪ ঘণ্টায় ১৬৩ এবং উত্তর ২৪ পরগণায় ১১৩ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৭০ এবং ১০০ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগণায় ৩ জন করে কোভিডরোগীর মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৮৪, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৫ হাজার ৩০১। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২ হাজার ২৭৭ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ৩৫৪ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫২৮৬ এবং ৪৯৯১ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৪
সুস্থ হলেন –৩
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১১
সুস্থ হলেন –১০
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –১২
সুস্থ হলেন –১৯
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –১
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –৮
সুস্থ হলেন –১৩
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৮
সুস্থ হলেন -৪
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৩
সুস্থ হলেন –৯
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –৭
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৩
সুস্থ হলেন –৫
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৩২
সুস্থ হলেন -২৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –২৪
সুস্থ হলেন –১৬
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত -১৭
সুস্থ হলেন –২০
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-৯
সুস্থ হলেন –১০
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১১
সুস্থ হলেন –৯
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -২
সুস্থ হলেন –১
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -৮
সুস্থ হলেন -৭
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত-১৬
সুস্থ হলেন –১২
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -৪
সুস্থ হলেন- ৩
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৩৮
সুস্থ হলেন –৪২
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৩৪
সুস্থ হলেন -৪১
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –২৯
সুস্থ হলেন –৩৫
গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে নদিয়ায়।
আরও পড়তে পারেন:
এটিএম জালিয়াতি রুখতে এসবিআই-এর নতুন আপডেট, টাকা তুলতে ব্যবহার করুন ওটিপি
রাত পোহালেই কলকাতা পুরভোট, অশান্তি এড়াতে ব্যাপক পুলিশি তৎপরতা
দেড় থেকে তিন দিনে ওমিক্রন সংক্রমিত দ্বিগুণ হচ্ছে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ঠিক বিধানসভা ভোটের মুখে গোয়ায় জোটসঙ্গী খুঁজে নিল কংগ্রেস
গদ্দার দূর হঠো! গ্রামবাসীদের তাড়া খেয়ে ডোমজুড় থেকে ফিরতে হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।