কলকাতা: বর্ষশেষে রাজ্যে লাফিয়ে বাড়ল কোভিডের দৈনিক সংক্রমণ। গত সোমবার আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ৪০০-র কিছু বেশি। বুধবার তা পার হয়েছিল হাজারের গণ্ডি। বৃহস্পতিবার সেটাই পৌঁছে গেল ২১০০-র উপর।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৩৪।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০৬৭ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৬ হাজার ৫১০ জন। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৭৫৭ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২১ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৮ হাজার ৭৭৬ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.২৫ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার বাড়ল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার অনেক বেড়েছে। এই সময়সীমায় রাজ্যে ৩৮ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলত, এ দিন সংক্রমণের হার ছিল ৫.৪৭ শতাংশ।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
কলকাতা এবং উত্তর ২৪ পরগণা, দু’জায়গাতেই এ দিন সংক্রমণ অনেকটাই বেড়েছে। বিশেষ করে কলকাতায় নতুন করে আক্রান্ত হাজার ছাড়িয়ে গিয়েছে।
মহানগরে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০ এবং উত্তর ২৪ পরগণায় ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৪০৩ এবং ১৭৩ জন। কলকাতায় ৪ আর উত্তর ২৪ পরগণায় ২ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৮১৩, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৬ হাজার ৫৯৫। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৩ হাজার ৫৯৫ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ৩৯৩ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫৩১৫ এবং ৫০১৪ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৪
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –৬
সুস্থ হলেন –১৪
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –২৭
সুস্থ হলেন –৩০
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৩
সুস্থ হলেন –৩
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –১২
সুস্থ হলেন –২০
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৭
সুস্থ হলেন -৬
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -২৪
সুস্থ হলেন –১০
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন –১১
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –৬
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৩৬
সুস্থ হলেন -৪১
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –২০
সুস্থ হলেন –২৬
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –১২১
সুস্থ হলেন –৩৮
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত-১৯
সুস্থ হলেন –১৬
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১৪
সুস্থ হলেন –১৪
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -৮
সুস্থ হলেন –৩
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত -১৬
সুস্থ হলেন -১১
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত–২৯
সুস্থ হলেন –২১
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত -৫
সুস্থ হলেন- ৬
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –১০৬
সুস্থ হলেন –৭০
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৯১
সুস্থ হলেন -৭২
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –১৫৮
সুস্থ হলেন –৫৯
উল্লিখিত জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন রোগী মারা গিয়েছেন পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। ৩ জন করে কোভিডরোগীর মৃত্যু হয়েছে দার্জিলিং, হুগলিতে।
আরও পড়তে পারেন:
এখনই লকডাউন নয়, পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত, আশ্বাস মমতার
কলকাতায় করোনার বৃদ্ধি নিয়ে চিন্তিত কেন্দ্র, চিঠি নবান্নে
ওমিক্রন আবহে পিছোক পুরভোট, চাইছেন দিলীপ ঘোষ
ওমিক্রন উদ্বেগে বিয়ে বাতিলের সম্ভাবনা রয়েছে? বিমা করিয়ে রাখুন, মিলবে ক্ষতিপূরণ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।