কলকাতা: রাজ্যের করোনা-গ্রাফে ওঠানামা অব্যাহত। তবে মহালয়ার দিন এক ধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। আগের দিন ছ’শোর কাছাকাছি থাকলেও বুধবার রাজ্যের দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা ফের আটশো ছুঁইছুঁই! তবে মঙ্গলবারের থেকে সুস্থতাও এ দিন অনেকটাই বেশি।
রাজ্যের কোভিড পরিস্থিতি
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৭৩ হাজার ২৪৬।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫৫ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৪৬ হাজার ৭৯২ জন। গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ৮৬৩ জন। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.২০ শতাংশে।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭ হাজার ৫৯১ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৮.৩২ শতাংশ।
দৈনিক সংক্রমণের হার বাড়ল
সংক্রমণের দাপট কতটা রয়েছে সেটা ভালো করে বুঝতে গেলে দৈনিক সংক্রমণের হারের দিকে তাকাতে হয়। প্রতি ১০০ টেস্টে কত জনের রিপোর্ট পজিটিভ হচ্ছে, সেটাকেই সংক্রমণের হার বলে।
যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার আবার অনেকটাই বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৭ হাজার ১১৩টা নমুনা পরীক্ষা হয়েছে। বিপরীতে সংক্রমণের হার ছিল ২.১২ শতাংশ। রাজ্যে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৮৩ লক্ষ ৬২ হাজার ৩২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণার পরিস্থিতি
এ দিন দুই জেলাতেই বেড়েছে সংক্রমণ। তবে পুজোর দু’সপ্তাহ আগে যে রকম সংক্রমণের আশংকা করা হচ্ছিল, এখনও সেটা হয়নি।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৫৯ এবং উত্তর ২৪ পরগণায় ১৩৪ জন আক্রান্ত হয়েছেন। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ১৪০ এবং ১২৬ জন। কলকাতায় এবং উত্তর ২৪ পরগণায় ৪টি মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লক্ষ ১৭ হাজার ৩৭৭, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ৩ লক্ষ ২৬ হাজার ১৭। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১,৪২৯ জন এবং উত্তর ২৪ পরগণায় ১ হাজার ২৫৩ জন। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৫০৮৪ এবং ৪৭৪৫ জনের।
রাজ্যের বাকি জেলার চিত্র
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বাকি ২১টি জেলায় সংক্রমণ কেমন ছিল, দেখে নিন।
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –৭
সুস্থ হলেন –৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –১৬
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৩৩
সুস্থ হলেন –৩৭
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –৭
সুস্থ হলেন –৮
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –১৩
সুস্থ হলেন –২৩
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৩
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -১৭
সুস্থ হলেন –১৩
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৬
সুস্থ হলেন –১১
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত -৩
সুস্থ হলেন –৩
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত -৫০
সুস্থ হলেন –৫৫
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –৬
সুস্থ হলেন –৯
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –২১
সুস্থ হলেন –১৮
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত -৪০
সুস্থ হলেন –২৫
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত -১৬
সুস্থ হলেন –২১
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত -১
সুস্থ হলেন –৩
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –২৮
সুস্থ হলেন –৩১
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত– ২৬
সুস্থ হলেন –৩৬
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৬
সুস্থ হলেন –১০
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৫৮
সুস্থ হলেন –৫৬
২০) হুগলি
নতুন করে আক্রান্ত –৬৬
সুস্থ হলেন -৫৫
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৭৫
সুস্থ হলেন –৫০
এই জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় ২টি করে মৃত্যু রেকর্ড করেছে নদিয়া এবং হুগলি। একজন করে রোগীর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে।
আরও পড়তে পারেন
অবশেষে বর্ষার বিদায়যাত্রা শুরু হল উত্তরপশ্চিম ভারত থেকে
ম্যানমেড বন্যা: ডিভিসি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
ফের বেসুরো সব্যসাচী দত্ত, তৃণমূলে ফেরা সময়ের অপেক্ষা!
সপ্তমীর দিন সশরীরে হাজিরার নির্দেশ, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ রুজিরা বন্দ্যোপাধ্যায়
উৎসবের মুখে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, সব চেয়ে বেশি কলকাতায়
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।