Homeখবররাজ্যভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার রাশ টানতে কড়া নজরদারি রাজ্যের, ডেটাবেস তৈরি করছে ডিইও

ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার রাশ টানতে কড়া নজরদারি রাজ্যের, ডেটাবেস তৈরি করছে ডিইও

প্রকাশিত

নিজস্ব সংকলকাতা: ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থার দৌরাত্ম্য রুখতে এবার আরও কঠোর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রীয় নিয়ামক সংস্থার উপর ভরসা না করে, এবার রাজ্যের অর্থনৈতিক অপরাধ দমন শাখা (ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস – ডিইও) নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করতে উদ্যোগী হয়েছে। এখন থেকে ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্টান (NBFC) রাজ্যে ব্যবসা করতে চাইলে তাদের সমস্ত তথ্য রাজ্যের কাছে নথিভুক্ত করতে হবে।

চিটফান্ড কেলেঙ্কারি থেকে শিক্ষা, কড়া হচ্ছে রাজ্য

২০১৩ সালে সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড কেলেঙ্কারির ঘটনা সামনে আসে। কোটি কোটি আমানতকারী প্রতারিত হন। সেই সময় কেন্দ্রীয় সংস্থা সেবি ও রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন্দ্রীয় সরকার রাজ্যের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলেছিল, আর রাজ্য প্রশাসন দায় চাপিয়েছিল কেন্দ্রের উপর। এবার সেই বিতর্ক এড়াতে রাজ্য নিজেই নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করছে।

কীভাবে নজরদারি চালাবে রাজ্য?

ডিইও এবার রাজ্যের মধ্যে থাকা সমস্ত এনবিএফসি সংস্থার তথ্য সংগ্রহ করছে। তাদের কোথায় শাখা বা হেড অফিস আছে, কতজন আমানতকারী রয়েছেন, কী শর্তে টাকা তোলা হয়েছে, টাকা ফেরানোর পরিকল্পনা কী—এসব তথ্য সংগ্রহ করে বিশেষ ডেটাবেস তৈরি করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী—

🔹 রাজ্যে ব্যবসা করতে হলে এনবিএফসিগুলিকে ডিইও-তে নাম নথিভুক্ত করতে হবে।

🔹 তিন মাস অন্তর আপডেট করতে হবে সম্পূর্ণ ব্যালান্স শিট।

🔹 ডিরেক্টরদের ঠিকানা ও চার্টার্ড অ্যাকাউন্টেন্টের তথ্য জমা দিতে হবে।

🔹 কোনও কোম্পানি নাম নথিভুক্ত না করলে প্রথমে সতর্কবার্তা, তারপর জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের এক পদস্থ আধিকারিক জানান, “এখন অনেক এনবিএফসি কেন্দ্রীয় সংস্থাকে ‘ম্যানেজ’ করে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাই এবার রাজ্য নিজেই কঠোর নজরদারি চালাবে।”

নতুন এই পদক্ষেপে চিটফান্ড প্রতারণা বন্ধ হবে কি না, তা সময় বলবে। তবে রাজ্যের উদ্যোগের ফলে ভুঁইফোড় অর্থলগ্নি সংস্থাগুলির রমরমা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিকতম

মাঝরাতে নারকেলডাঙার বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৬টি ইঞ্জিন, বহু মানুষ নিরাশ্রয়

কলকাতা: আবার আগুন মহানগরীর বুকে। এ বার নারকেলডাঙার বস্তিতে। শনিবার রাতে খালপাড়ের বস্তিতে আচমকা...

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

সুন্দরবনের ‘মিনি সুন্দরবন’ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে, পর্যটকদের কাছে নতুন আকর্ষণ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সুন্দরবন: এ বছর সুন্দরবনের 'মিনি সুন্দরবন'-এ ভিড় ব্যাপকভাবে বেড়ে গেছে। নতুন পর্যটন...

দিল্লিতে কেজরিওয়ালের ভরাডুবি, বিরোধী শিবিরের নেতৃত্ব নিয়ে নয়া সমীকরণ

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের চমকে দেওয়া হার শুধু আম আদমি পার্টির (আপ) জন্যই...

আরও পড়ুন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে কে কত বিনিয়োগর প্রস্তাব দিলেন? বিরোধীরা কী বলছে বিরোধীরা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ করে ১ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে।

আবার ফিরছে শীত! দক্ষিণবঙ্গে কমবে ভোরের তাপমাত্রা

আবারও নামছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। কলকাতায় ভোরের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামতে পারে, অন্যান্য জেলায় ১০-১২ ডিগ্রির সম্ভাবনা।

যত্রতত্র পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে যত্রতত্র পানের পিক ফেলার জন্য মোটা অঙ্কের জরিমানা করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে