রাজ্য সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত ২৫% বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে
নতুন মোড় নিল রাজ্যের বহু প্রতীক্ষিত ডিএ মামলা। শুক্রবার (১৭ মে) সুপ্রিম কোর্টের দুই বিচারপতি — সঞ্জয় করোল এবং মনোজ মিশ্রের বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, আপাতত সমস্ত সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া মহার্ঘভাতা (Dearness Allowance) চার সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে।
এই মামলার পরবর্তী শুনানি হবে অগস্ট মাসে। আদালত জানিয়েছে, এই আংশিক পরিশোধের পরই বাকি অংশ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।
বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পান ১৮ শতাংশ হারে ডিএ। এই হার মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। তবে কেন্দ্রীয় কর্মীদের বর্তমান ডিএ হার ৫৫ শতাংশ। ফলে এখনও ৩৭ শতাংশের তফাৎ থেকে যাচ্ছে।
২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। বহুবার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি শুনানি পেল এবং শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ এই নির্দেশ এল।
সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া
এই রায়ের পর স্বভাবতই খুশি রাজ্যের বহু কর্মচারী। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “কর্মচারীদের ডিএ প্রাপ্য বলেই এই নির্দেশ এসেছে। এটা বড় স্বীকৃতি।”
আরও এক আন্দোলনকারী কর্মচারীর কথায়, “এই নির্দেশে প্রমাণ হল, আমরা যা দাবি করছিলাম, তা একেবারে ঠিক। অবশেষে সুপ্রিম কোর্টও তা মানল।”
সরকারের প্রতিক্রিয়া
রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “আমরা এখনও সুপ্রিম কোর্টের অর্ডার হাতে পাইনি। অর্ডার পাওয়ার পর যা বলার, বলব।”
সরকারি কর্মচারীদের বহু দিনের দাবি, বকেয়া ডিএ মেটানো হোক কেন্দ্রীয় হারে। সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী নির্দেশ সেই দাবির পথে প্রথম বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।