তাজপুরে বন্দর হলে ৪০ হাজার কমর্সংস্থান হবে : অমিত মিত্র

0

তাজপুর বন্দর তৈরি হলে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে দশ হাজার। পরোক্ষ ভাবে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে  চল্লিশ হাজারেরও বেশি। দাবি রাজ্যের অথর্মন্ত্রী অমিত মিত্রের। শুক্রবার রাজ্য সরকার এবং ফিকির যৌথ উদ্যোগে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে একথা বলেন তিনি। সম্প্রতি তাজপুরে সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে গভীর সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে রাজ্য। অন্যদিকে সাগরে বন্দর নির্মাণ করতে চায় কেন্দ্রীয় সরকার। এই টানাপোড়েনের মধ্যেই এদিন এই মন্তব্য করলেন অমিতবাবু।  

তাজপুর বন্দরের জন্য রাজ্য সরকার বিনিয়োগ করতে চলেছে মোট ষোল হাজার কোটি টাকা। প্রথম পর্যায় বিনিয়োগ করা হবে দশ হাজার কোটি । বাকি ছ’হাজার কোটি টাকা রাজ্য সরকার বিনিয়োগ করবে দ্বিতীয় পর্যায়ে। বন্দরের পাশাপাশি তাজপুরকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে তৈরি করা হবে বলেও আজ জানান অর্থমন্ত্রী। তাজপুরে ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ার জন্য উন্নত করতে হবে সড়ক ও রেল ব্যবস্থার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে বলে জানান অমিতবাবু।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন