কলকাতা: করোনাভাইরাস মহামারির আবহে কলেজে ভরতির (Collage admission) প্রসেসিং ফি-র সর্বোচ্চ সীমা বেঁধে দিল রাজ্য সরকার।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের উদ্দেশে উচ্চ শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, প্রসেসিং ফি হিসেবে ১৫০ টাকার বেশি নিতে পারবে না কলেজগুলি।
কোভিড-১৯ (Covid-19) পরিস্থিতিতে অনলাইনেই ভরতি প্রক্রিয়া চলছে স্নাতক স্তরে। অনলাইনে ফর্ম তোলা, তা জমা দেওয়া সঙ্গে বিভিন্ন রকমের সার্টিফিকেট আপলোড করার জন্য প্রসেসিং ফি আদায় নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছিল।
এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন অনেকেই। অভিযোগে বলা হয়, কোথাও প্রসেসিং ফি (processing fee) হিসেবে সাড়ে তিনশো আবার কোথাও কোথাও চারশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এর পরই বিষয়টি নিয়ে বিশ্ববিদ্য়ালয়গুলিকে চিঠি দেন রাজ্য সরকারের বিশেষ সচিব শিলাদিত্য বসুরায়।
জানানো হয়, বর্তমান পরিস্থিতির নিরিখে সার্টিফিকেট আপলোডের জন্য কোনো প্রসেসিং ফি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরেও বেশ কিছু কলেজ তা মানছে না। কোনো কলেজই যেন পড়ুয়াদের কাছ থেকে প্রসেসিং ফি হিসেবে ১৫০ টাকার বেশি না নেয়।
আরও পড়তে পারেন: করোনা পরিস্থিতিতে পড়ুয়াদের স্বস্তি দিতে মাত্র ১টাকা ভর্তি ফি নেবে নৈহাটির ঋষি বঙ্কিম কলেজ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।