ফের করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়াল রাজ্য, পুজোর সময় কিছুটা ছাড়

0

কলকাতা: রাজ্যে ফের মেয়াদ বাড়ল করোনা বিধিনিষেধের। আগের ঘোষণা মতো বৃহস্পতিবার পর্যন্ত বিধিনিষেধ কার্যকর ছিল। এ দিন নবান্নের তরফে জানিয়ে দেওয়া হল, ১-৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে জারি থাকবে বিধিনিষেধ। তবে পুজোর ক’দিন তা কিছুটা শিথিল করা হবে।

নবান্নের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনকার মতোই অক্টোবর মাসেও কার্যকর থাকবে বিধিনিষেধ। অর্থাৎ, রাত্রি ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। তবে পুজোর কথা মাথায় রেখে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে নিষেধাজ্ঞা। উৎসবের ওই দিনগুলিতে থাকবে না নাইট কারফিউ। মূলত পুজো উদযাপনে যাতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

চলতি বছরে মহাষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর। তার আগের দিন থেকেই অর্থাৎ পঞ্চমী থেকেই রাতের বিধিনিষেধে ছাড় থাকছে। এ সময় রাতে গাড়ি ও সাধারণ মানুষের চলাচলের উপর কিছুটা ছাড় দেওয়া হয়েছে। পুজো মিটলেই ফের ২১ অক্টোবর থেকে লাগু হবে নাইট কারফিউ।

পুজোয় কিছু ছাড় বাদে আর কোনো নতুন ঘোষণা করেনি রাজ্য। এমনকী শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, স্যানিটাইজেশন-সহ যাবতীয় কোভিডবিধি নিয়ে কড়া মনোভাব বজায় রাখার কথাও বলা হয়েছে। কোভিডবিধি ঠিক মতো মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছে নবান্ন।

অন্য দিকে, অনেকেই আশা করেছিলেন, বিধিনিষেধের চলতি মেয়াদ শেষ হলে সাধারণের জন্য লোকাল ট্রেন চালানোর পর্যায়ক্রমিক পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। কিন্তু এ দিনের বিজ্ঞপ্তির পর স্পষ্ট, করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনই ঝুঁকি নিতে চাইছে না নবান্ন। ফলে কবে থেকে লোকাল চলবে তা এখনই বলা যাচ্ছে না।

আজকের আরও কিছু কিছু উল্লেখযোগ্য খবর পড়তে পারেন:

টানা বৃষ্টিতে ৩০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি ভেঙে পড়ল জয়নগরে

‘৫০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়’, বিস্ফোরক মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের

উত্তর ভারত থেকে বর্ষার বিদায়যাত্রা শুরু ৬ অক্টোবর, অত্যন্ত দ্রুতগতিতে বাকি পথ অতিক্রম করার আশা

বড়োসড়ো ধাক্কা! কংগ্রেসে থাকছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ

এত বছর বাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা বিস্ফোরণ, মণিপুরে হত ২

বড়োসড়ো ধাক্কা! কংগ্রেসে থাকছেন না পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ

বিজ্ঞাপন