ওয়েবডেস্ক: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রস্তাব মতোই বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের। গত বৃহস্পতিবারই মন্ত্রী নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে জানিয়েছিলেন, প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো বৃদ্ধির চেষ্টা করছে সরকার। শুক্রবার নবান্ন থেকে নির্দেশিকা জারি করে প্রাথমিক শিক্ষকদের বেতনবৃদ্ধির কথা জানাল সরকার।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে করা হল ৩,৬০০ টাকা। যা আগে ছিল ২,৬০০ টাকা। প্রশিক্ষিতরা চাকরিতে যোগ দিয়েই এ বার থেকে পাবেন ২৫,৬২৮ টাকা। যা আগে ছিল ১৯,০০০ টাকা।
অন্য দিকে অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে করা হয়েছে ২,৯০০ টাকা। যা আগে ছিল ২,৩০০ টাকা।
এ দিনের নির্দেশিকায় জানানো হয়, আগামী ১ আগস্ট, ২০১৯ থেকেই নতুন বেতন কাঠামো প্রযোজ্য হবে।

তবে অন্য দিকে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে অনশন চলছে সল্টলেকের উন্নয়ন ভবনের সামনে। গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রীর বেতনবৃদ্ধির আশ্বাসের পর অনশনকারীদের তরফে দাবি করা হয়েছিল, বেতন কাঠামোর বিষয়টিকে ঘুলিয়ে দিতে চাইছেন পার্থবাবু। কারণ, তিনি নির্দিষ্ট ভাবে বেতনবৃদ্ধি নিয়ে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।