Homeখবররাজ্যপশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা, উৎসবের আগেই মিলবে টাকা

প্রকাশিত

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নবান্নের ঘোষণা অনুযায়ী, চলতি অর্থবর্ষে যেসব সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা ‘অ্যাড হক’ বোনাস পাবেন। মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এই কর্মচারীরা ৬,৮০০ টাকা বোনাস পাবেন। একইসঙ্গে, নির্দিষ্ট শর্তসাপেক্ষে পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন।

কাদের জন্য এই বোনাস?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুসারে—
যেসব কর্মচারীর মাসিক বেতন ৪৪ হাজার টাকার মধ্যে, তাঁরা এই বোনাসের যোগ্য।
২০২৪-২৫ অর্থবর্ষে টানা ছ’মাস কাজ করা কর্মীরা এই বোনাস পাবেন।
২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে যাঁদের বেতন ৪৪ হাজারের মধ্যে থাকবে, তাঁরাও এই সুবিধা পাবেন।
২০২৪-২৫ অর্থবর্ষে যাঁরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, সেই অস্থায়ী কর্মীরাও বোনাসের অন্তর্ভুক্ত।

পাশাপাশি, যেসব পেনশনভোগীর মাসিক পেনশন ৩৮ হাজার টাকার মধ্যে, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন। যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নিয়েছেন অথবা ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নেবেন, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন। যদি কোনও পেনশনভোগীর মৃত্যু হয়, তাহলে তাঁর স্ত্রীও এই সুবিধা পাবেন।

উৎসবের মরসুমে বিশেষ অগ্রিম ঋণের সুবিধা

যেসব কর্মচারীর বেতন ৪৪ হাজার টাকার সীমা অতিক্রম করে ৫২ হাজার টাকার মধ্যে থাকবে, তাঁদের জন্য রাজ্য সরকার বিশেষ অগ্রিম ঋণের ব্যবস্থা করেছে। এই কর্মীরা ২০ হাজার টাকা পর্যন্ত উৎসবের মরসুমে অগ্রিম নিতে পারবেন, যা ১০ মাসের কিস্তিতে শোধ করতে হবে। এই ঋণের জন্য কোনও সুদ দিতে হবে না। তবে ২০২৫ সালের ১ নভেম্বরের আগে অবসর গ্রহণকারীরা এই ঋণ সুবিধা পাবেন না।

বিভিন্ন প্রতিক্রিয়া

সরকারি কর্মীদের জন্য ঘোষিত এই বোনাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল সংবাদমাধ্যকে বলেন, ‘‘এই বোনাস মূলত জুনিয়র কর্মচারীরা পাবেন। অধিকাংশ শিক্ষক ও শিক্ষাকর্মী এতে উপকৃত হবেন না।’’

তবে শাসকদলের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‘৫০ হাজার টাকার নীচে যাঁদের বেতন, তাঁরা বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী প্রান্তিক কর্মীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।’’

নবান্নের এই ঘোষণা রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসবের আগে বড়সড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিকতম

২০২৬-এ আসছে গুগল-স্যামসাংয়ের Android XR স্মার্ট গ্লাস, থাকবে লাইভ অনুবাদ ও মেমোরি রিকল ফিচার

গুগল ও স্যামসাং একসঙ্গে Android XR স্মার্ট গ্লাস আনছে ২০২৬ সালে। থাকবে লাইভ ট্রান্সলেশন, মেমোরি রিকল এবং উন্নত নেভিগেশনের মতো আধুনিক ফিচার।

পাকিস্তানের সঙ্গে ভারতের ইন্দাস জলচুক্তি কী? পহেলগাঁও হামলার পর কেন স্থগিত করল নয়াদিল্লি?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে বড় কূটনৈতিক পদক্ষেপ ভারতের। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক ইন্দাস জলচুক্তি স্থগিত ঘোষণা নয়াদিল্লির। কী এই চুক্তি? কী তার প্রভাব? বিশদে জানুন।

পহেলগাঁও হামলা: ৬৫ বিদেশি জঙ্গি সক্রিয় উপত্যকায়, চলছে তল্লাশি, ওয়াকফ প্রতিবাদ স্থগিত, একনজরে সব আপডেট

পহেলগাঁও হামলার পরে গোটা দেশে ক্ষোভ। ২৮ জনের প্রাণহানির জবাবে পাকিস্তানকে নিশানা করে ভারত। বাতিল সার্ক ভিসা, স্থগিত সিন্ধু জলচুক্তি। অভিযানে ব্যস্ত বাহিনী।

গুগল ফটো ঘেঁটে ছবি খুঁজে দেবে এআই! অ্যান্ড্রয়েডে এল জেমিনি অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটো অ্যাপে যুক্ত হল জেমিনি এআই চ্যাটবট। এবার ছবি খোঁজা যাবে সহজে, জানুন কীভাবে ব্যবহার করবেন এই নতুন ফিচার।

আরও পড়ুন

আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, কলকাতায় উষ্ণতম দিনের পূর্বাভাস

বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহ হতে পারে। কলকাতায় বৃষ্টির আশা না থাকলেও থাকতে পারে অস্বস্তিকর গরম।

‘আইনের পথে চলুন, রিভিউ পিটিশন দুর্বল হলে ক্ষতি হবে আপনাদেরই’: এসএসসি আন্দোলনকারীদের সতর্কবার্তা ব্রাত্যের

অযোগ্যদের তালিকা নিয়ে উত্তেজনা, আন্দোলনকারীদের রিভিউ পিটিশন দুর্বল না করতে সতর্ক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারি সাহায্যের আশ্বাসও দিলেন।

‘স্কুলে ফিরুন’, বললেন মমতা, আন্দোলনে অনড় চাকরিহারারা

এসএসসি আন্দোলনের মাঝে মুখ্যমন্ত্রীর বার্তা—স্কুলে ফিরে যান, বেতনের চিন্তা করবেন না। সরকার পাশে রয়েছে, বিরোধীদের নয়, ভরসা রাখুন সরকারের উপর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে