আরজি কর-কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। মঙ্গলবার সকালে অ্যাডভোকেট জেনারেল (এজি) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চেয়ে আবেদন জানান। দুই বিচারপতির বেঞ্চ মামলার অনুমতি দিয়েছে।
সোমবার শিয়ালদহ আদালতে সঞ্জয়ের শাস্তি ঘোষণা হয়। আদালত দোষীকে ফাঁসির বদলে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয়। এই রায়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি দোষীর ফাঁসির দাবিতে অনড়।
গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা গোটা রাজ্যে শোরগোল ফেলে দেয়। এই ঘটনার পরই রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। দোষী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়।
সোমবার নিম্ন আদালতের রায়ের পরই রাজ্য সরকার জানায়, দোষীকে সর্বোচ্চ শাস্তি দিতে তারা উচ্চ আদালতে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যে নারীর নিরাপত্তা সবার আগে। এমন জঘন্য অপরাধে ফাঁসির শাস্তিই হওয়া উচিত।” নিম্ন আদালত সঞ্জয়ের আমৃত্যু কারাবাস এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে।