রাজ্য
ধুন্ধুমার কাণ্ডের মধ্যেই বিধানসভায় পাশ কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাব
একই সঙ্গে বিধানসভায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: বৃহস্পতিবার ধুন্ধুমার কাণ্ডের মধ্যেই বিধানসভায় কেন্দ্রীয় কৃষি আইন (Farm laws) বিরোধী প্রস্তাব পাশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। একই সঙ্গে বিধানসভায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী।
বিধানসভা চত্বরে ধুন্ধুমার
বিতর্কিত তিনটি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে এ দিন বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রস্তাবের উপর আলোচনার শুরুতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভায়।
কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী প্রস্তাবে বলা হয়, অত্যাবশ্যকীয় পণ্য আইন, ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিতকরণ, পরিষেবা চুক্তি, কৃষিপণ্য ও ব্যবসা-বাণিজ্য আইন বাতিল ও সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপের জন্য দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে রাজধানীর সীমানায় আন্দোলনরত কৃষকদের সমর্থন জানানোর কথাও বলা হয়।
প্রস্তাব পেশ করার পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রস্তাবের উপর আলোচনার অনুমতি দেন কংগ্রেস বিধায়ক সুখবিলাস বর্মাকে। কিন্তু সে সময় গন্ডগোল এমন মাত্রায় পৌঁছায় যে তিনি আর বলতে চাননি। এই প্রবল চিৎকার-চেঁচামেচির মধ্যেই নিজের বক্তব্য চালিয়ে যান মুখ্যমন্ত্রী।
মোদীর পদত্যাগের দাবি মমতার
তুমুল হই-হট্টগোলের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এত দিন হয়ে গেল, অথচ কেন্দ্রীয় সরকার কৃষকদের কোনো সুরাহা করল না। প্রধানমন্ত্রীর উচিত সমস্ত পক্ষকে নিয়ে এই আইন বাতিল করা। যদি আইন বাতিল না করতে পারেন, তা হলে পদত্যাগ করুন”।
উপস্থিত বিজেপি বিধায়কেরা কেন্দ্রীয় কৃষি আইনের স্বপক্ষে স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও শোনা যায় তাঁদের। এর পর তাঁরা ‘ওয়াকআউট’ করে বিধানসভা থেকে বেরিয়ে যান।
প্রায় হাতাহাতি
রাজ্যের প্রস্তাব ঘিরে তুমুল আলোড়নের জেরে বাম ও বিজেপি বিধায়কদের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়।
ঘটনায় প্রকাশ, বিজেপি বিধায়কেরা যখন ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে ওয়াকআউট করছেন, সে সময় বিজেপি বিধায়ক দুলাল বরের সঙ্গে কথা কাটাকাটি হয় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। পরিস্থিতি অন্য দিকে গড়তে শুরু করতেই বাম-কংগ্রেস বিধায়কেরা সক্রিয় হয়ে উভয়কে শান্ত করেন। তবে শেষমেশ ওই প্রস্তাব পাশ হয়।
আরও পড়তে পারেন: ১৯৩টি আসনে সমঝোতা চূড়ান্ত করল বাম-কংগ্রেস
ভিডিও
Bengal Polls 2021: বিধাননগরে মুখোমুখি টক্কর সুজিত বসু-সব্যসাচী দত্তর, ময়দানে জোট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধাননগরে এ বার মুখোমুখি টক্কর তৃণমূলের সুজিত বসু এবং বিজেপির সব্যসাচী দত্তর। ময়দানে রয়েছেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রচারে খামতি রাখছেন কেউ-ই। কিন্তু সাধারণ মানুষের চাওয়া-পাওয়াগুলো কী? শুনে নিল খবর অনলাইন…
দেখুন এখানে ক্লিক করে: কী চাইছে বিধাননগর
রাজ্য
Bengal Corona Update: নমুনা পরীক্ষার সঙ্গেই তাল মিলিয়ে বাড়ল বাংলার দৈনিক করোনা সংক্রমণ
কলকাতা ও উত্তর ২৪ পরগণায় এক দিনে আক্রান্ত হাজারের উপর!

খবর অনলাইন ডেস্ক: নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশের দৈনিক কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রবিবার রাজ্যে করোনা সংক্রমিত হিসেবে চিহ্নিতের সংখ্যা রইল চার হাজারের উপরে। শুধু তাই নয়, শেষ কয়েক দিনের ধারাবাহিকতা বজায় রেখে সামান্য হলেও কমল সুস্থতার হার।
রাজ্যের কোভিড-তথ্য
রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে কোভিডে (Covid 19) আক্রান্ত হয়েছেন ৪,৩৯৮ জন। এর ফলে রাজ্যে মোট কোভিডরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ লক্ষ ১৪ হাজার ৮৯৬।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৭৩ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৮০ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১০ হাজার ৪০০ জন।
রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৩ হাজার ৯৮১ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬১৫ জন সক্রিয় রোগী বেড়েছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৪.৪১ শতাংশ।
দৈনিক সংক্রমণের প্রায় ১১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৩৭২টি। ফলে এ দিন সংক্রমণের হার ছিল ১০.৮৯ শতাংশ। গত বছর জুলাইয়ে একটা সময়ে রাজ্যে সংক্রমণের হার ১৭ শতাংশে উঠে গিয়েছিল। এ বার করোনার ঢেউ সেই রেকর্ডকে ভেঙে দেয় কি না, সেটাও দেখার।
রাজ্যের সামগ্রিক সংক্রমণের হার বর্তমানে রয়েছে ৬.৪৭ শতাংশ। শনিবার পর্যন্ত মোট ৯৫ লক্ষ ১০ হাজার ৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে।
কলকাতা ও উত্তর ২৪ পরগণায় হাজারের উপর
গত বছর মার্চ থেকে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর দৈনিক সংক্রমণে রেকর্ড করে ফেলল কলকাতা। পড়শি উত্তর ২৪ পরগণাও রেকর্ড করার পথে। কলকাতায় এ দিন আক্রান্ত হয়েছেন ১,১০৯ জন। উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ১,০৪৭। এই দুই জেলায় সুস্থ হয়েছেন যথাক্রমে ৪৬৯ এবং ৪১৪ জন। কলকাতা গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগণায় ৫ জনের মৃত্যু হয়েছে।
কলকাতায় এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৩৫৬, উত্তর ২৪ পরগণায় মোট আক্রান্ত ১ লক্ষ ৩২ হাজার ৪৮৯। কলকাতায় বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ৭,১৫০ জন এবং উত্তর ২৪ পরগণায় ৫,৩৩৬। দুই জেলায় মৃত্যু হয়েছে যথাক্রমে ৩,১৫৩ এবং ২,৫৫৩ জনের।
জেলায় জেলায়
অন্যান্য জেলার মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় দু’শোর গণ্ডি পার করেছে হাওড়া (২৯৩), দক্ষিণ ২৪ পরগনা (২৮৮), বীরভূম (২৮২), হুগলি (২১০), পশ্চিম বর্ধমান (২০৭), মুর্শিদাবাদ (২০৩)-এ।
পাশাপাশি একশোর গণ্ডি টপকেছে নদিয়া (১১১), মালদহ (১০৮) এবং পুরুলিয়া (১০৫)। মোটের উপর দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে পূর্ব বর্ধমান (৮৩), দার্জিলিং (৮২) এবং পূর্ব মেদিনীপুর (৮০)-এ। অন্য দিকে বাঁকুড়া (৫৭), পশ্চিম মেদিনীপুর (৩৪), জলপাইগুড়ি (৩২), উত্তর দিনাজপুর (২৬)-এ নতুন করে উদ্বেগ ধরা পড়ছে।
আরও পড়তে পারেন: Corona Update: এক দিনে আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল
রাজ্য
Bengal Polls 2021: পঞ্চম দফার ভোটের আগে রাজ্যে আসছেন রাহুল গান্ধী
উত্তরবঙ্গে দু’টি জনসভা করবেন রাহুল গান্ধী।

খবর অনলাইন ডেস্ক: বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আগামী বুধবার (১৪ এপ্রিল) গোয়ালপোখর এবং নকশালবাড়িতে জনসভা করবেন তিনি।
রবিবার দলীয় সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে দু’টি জনসভা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মতোই বিধানসভা ভোট হচ্ছে কেরল, পদুচেরি, তামিলনাড়ু এবং অসমেও। সেখানে ভোটপর্ব মিটে যাওয়ার পর এ বার পশ্চিমবঙ্গে দলের প্রচারে আসছে রাহুল।
রাজ্যে চার দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটগ্রহণ। চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে হিংসাত্মক ঘটনার রেশ ধরে পঞ্চম দফায় ৭২ ঘণ্টা আগে ভোটপ্রচার বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চদফার ভোটপ্রচারের শেষ দিনেই রাজ্যে আসছেন রাহুল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরলে সিপিএম-কংগ্রেস লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজ্যে আসতে অস্বস্তি বোধ করছিলেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। কারণ, এ রাজ্যে জোট করেছে কংগ্রেস-সিপিএম। স্বাভাবিক ভাবেই কেরলে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গে এসে বাম নেতৃত্বের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া অস্বস্তির কারণ ছিল বলেই তাঁদের ধারণা।
শুধু রাহুল নন, একই ভাবে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকেও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রচারে আসতে দেখা যায়নি। দেশের প্রাচীনতম দল কংগ্রেস এ বার বামফ্রন্টের পাশাপাশি আব্বাস সিদ্দিকির আইএসএফের সঙ্গেও জোট বেঁধেছে। প্রদেশ কংগ্রেস অধীররঞ্জন চৌধুরী যথেষ্ট সক্রিয় হলেও এ রাজ্যে প্রচার নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের অনীহা বেশ স্পষ্ট।
আরও পড়তে পারেন: Bengal Polls 2021: শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কে ঢিল ছুড়লেন মিঠুন চক্রবর্তী
-
রাজ্য2 days ago
Bengal Polls Live: সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশের বেশি
-
বিদেশ2 days ago
Coronavirus Infection: কোনো বস্তু থেকে করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা ১০ হাজারে মাত্র ১, জানাল মার্কিন সিডিসি
-
রাজ্য2 days ago
Bengal Polls 2021: কোচবিহারে ৩ দিনের জন্য রাজনীতিবিদদের প্রবেশ নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
-
রাজ্য2 days ago
Bengal Polls 2021: বাহিনীর গুলিতে হত ৪, শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়