কলকাতা: যত্রতত্র পানের পিক ফেলা বা থুতু ফেললেই এবার বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। রাজ্য সরকার এবারের বাজেট অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল আনতে চলেছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পানের পিক ফেললেই মোটা জরিমানা
১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় থুতু ফেলা বা পানের পিক ফেললে জরিমানার নিয়ম ছিল। বিভিন্ন সময়ে ছোটখাট জরিমানা আদায়ও করা হয়েছে। তবে এবার সেই নিয়ম আরও কঠোর করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনে এই বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর ভোট অন অ্যাকাউন্ট করা হবে। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতার দিকে নজর রেখে সরকার নতুন আইন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দিচ্ছে রাজ্য
এদিনের মন্ত্রিসভা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফ (সীমান্তরক্ষা বাহিনী)-এর জন্য রাজ্যের পক্ষ থেকে জমি বরাদ্দ করা হয়েছে। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফ-কে দেওয়া হচ্ছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপরই বিএসএফ-কে জমি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের এক কর্তা জানিয়েছেন, বিএসএফ-এর তরফে বেশ কিছু জায়গায় জমির আবেদন করা হয়েছিল, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত। গত সপ্তাহেও নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য।
সীমান্তে কড়া নজরদারি প্রয়োজন
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে সম্প্রতি ভুয়ো পাসপোর্ট চক্র এবং অনুপ্রবেশকারীদের ধরার ঘটনা সামনে এসেছে। পাশাপাশি জঙ্গি কার্যকলাপ নিয়েও গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করেছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা জোরদার করতেই বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জনস্বাস্থ্য ও নিরাপত্তায় জোর দিচ্ছে সরকার
একদিকে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর ব্যবস্থা, অন্যদিকে সীমান্ত সুরক্ষা জোরদার করতে জমি প্রদান—এই দুই সিদ্ধান্তই রাজ্য সরকারের নীতিগত অবস্থানকে স্পষ্ট করছে বলে মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।