Homeখবররাজ্যযত্রতত্র পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে রাজ্য...

যত্রতত্র পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে রাজ্য সরকার

প্রকাশিত

কলকাতা: যত্রতত্র পানের পিক ফেলা বা থুতু ফেললেই এবার বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে। রাজ্য সরকার এবারের বাজেট অধিবেশনে এ সংক্রান্ত একটি বিল আনতে চলেছে। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পানের পিক ফেললেই মোটা জরিমানা

১৯৮০ সালের পুর আইনের ৩৩৮ ধারায় থুতু ফেলা বা পানের পিক ফেললে জরিমানার নিয়ম ছিল। বিভিন্ন সময়ে ছোটখাট জরিমানা আদায়ও করা হয়েছে। তবে এবার সেই নিয়ম আরও কঠোর করতে নতুন বিল আনতে চলেছে রাজ্য সরকার। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বাজেট অধিবেশনে এই বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট। পরের বছর ভোট অন অ্যাকাউন্ট করা হবে। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতার দিকে নজর রেখে সরকার নতুন আইন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষায় বিএসএফ-কে জমি দিচ্ছে রাজ্য

এদিনের মন্ত্রিসভা বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসএফ (সীমান্তরক্ষা বাহিনী)-এর জন্য রাজ্যের পক্ষ থেকে জমি বরাদ্দ করা হয়েছে। জলপাইগুড়ির বিন্নাগুড়িতে ০.০৫ একর এবং মালদহের নারায়ণপুরে ১৯.৭৩ একর জমি বিএসএফ-কে দেওয়া হচ্ছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেন। এরপরই বিএসএফ-কে জমি দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকারের এক কর্তা জানিয়েছেন, বিএসএফ-এর তরফে বেশ কিছু জায়গায় জমির আবেদন করা হয়েছিল, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত। গত সপ্তাহেও নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য।

সীমান্তে কড়া নজরদারি প্রয়োজন

বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে সম্প্রতি ভুয়ো পাসপোর্ট চক্র এবং অনুপ্রবেশকারীদের ধরার ঘটনা সামনে এসেছে। পাশাপাশি জঙ্গি কার্যকলাপ নিয়েও গোয়েন্দা সংস্থাগুলি সতর্ক করেছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা জোরদার করতেই বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য ও নিরাপত্তায় জোর দিচ্ছে সরকার

একদিকে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কঠোর ব্যবস্থা, অন্যদিকে সীমান্ত সুরক্ষা জোরদার করতে জমি প্রদান—এই দুই সিদ্ধান্তই রাজ্য সরকারের নীতিগত অবস্থানকে স্পষ্ট করছে বলে মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার ইঙ্গিত, কলকাতা সহ বহু জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে ঘূর্ণাবর্তের হাত ধরে। কলকাতা সহ উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুকনো নদীতে ফিরতে পারে জল।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন আসন্ন, আজ থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বর্ষা আসছে আগামী ২৪-৪৮ ঘণ্টায়। ১৬ জুন থেকে শুরু ভারী বৃষ্টি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ১৭ জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা।

খাদ্যশস্য ঠিকমতো মিলছে কি না জানতে রাজ্যে রেশন দোকানে সোশ্যাল অডিট, প্রথম ধাপে ৫৫৯৩ দোকানে সমীক্ষা

রেশন পরিষেবার মান যাচাইয়ে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের। প্রথম পর্যায়ে রাজ্যের ৫৫৯৩টি রেশন দোকানে চলবে সোশ্যাল অডিট, জানানো হবে গ্রাহক ও দোকান কর্মীদের মতামত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে