কলকাতা: আগামী ৭ নভেম্বর থেকে গুটকা ও তামাকজাত পানমশলা বন্ধ হচ্ছে রাজ্যে। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।
গত ২৫ অক্টোবর এই মর্মে নির্দেশিকা জারি করেন রাজ্যের খাদ্য সুরক্ষা কমিশনার তপনকান্তি রুদ্র। নিকোটিনযুক্ত যে কোনো পণ্য তৈরি করা, মজুদ করা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় করা হল। যদিও এই নির্দেশিকায় সিগারেটের কোনো উল্লেখ নেই।
গুটকা এবং তামাকজাত পানমশলা – ঘরে ঘরে এই নেশার দ্রব্যটি ছড়িয়ে পড়েছে। জনগণের স্বাস্থ্যের পক্ষে যা ক্ষতিকারক। তাই এ রাজ্যে বিক্রি নিষিদ্ধ করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কয়েকবছর আগে গুটকা এবং তামাক কেনা-বেচার ওপর প্রথমে নিষেধাজ্ঞা জারি করেন খাদ্য সুরক্ষা কমিশনার।
আরও পড়ুন ‘আমাকে মুখ্যমন্ত্রী করুন,’ কাতর আর্জি নিয়ে রাজ্যপালকে চিঠি কৃষকের
কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি বলেই মনে করা হয়। এখন দেখার নতুন করে জারি করা এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আসে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।