পশ্চিমবঙ্গে প্রথম ওমিক্রন সংক্রমিতের হদিশ মিলল, তবে আতংকের একদমই কিছু নেই

0

কলকাতা: ‘ওমিক্রন’ প্রজাতির করোনাভাইরাসে সংক্রমিত পশ্চিমবঙ্গের এক বাসিন্দা। ৭ বছরের ওই বালক কিছুদিন আগেই আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে রাজ্যে ফিরেছে। তার বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে মালদহের কালিয়াচক এলাকায় তার মামারবাড়িতে রয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

তবে এই খবরটির মধ্যে উদ্বেগের বিশেষ কিছু নেই। কারণ, সম্প্রতি ওই বালক আবু ধাবি থেকে আসে হায়দরাবাদে। সেখান থেকে বিমানে কলকাতায়। হায়দরাবাদে নামার পরেই তার কোভিড পরীক্ষা হয় এবং তার পর হয় জিন পরীক্ষাও।

জিন পরীক্ষার ফলাফল অনেক পরে আসে। বুধবার সকালেই ওই রিপোর্ট পাওয়ার পর তেলেঙ্গনা সরকার পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করে। ততক্ষণে ওই বালক হায়দরাবাদ থেকে কলকাতা হয়ে মুর্শিদাবাদে চলে গিয়েছে।

এখানেই একটা সূত্র পাওয়া যাচ্ছে যে সম্ভবত সেই শিশুটি সুস্থই হয়ে গিয়েছে। কারণ সাধারণ ভাবে ওই শিশুটিকে যখন হায়দরাবাদ বিমানবন্দরে পজিটিভ পাওয়া যায়, তখনই তাকে আইসোলেট করা হয়। প্রোটোকল মোতাবেক তার অন্য কোথাও যাওয়ার সম্ভাবনাই ছিল না। ফলে মনে করা হচ্ছে, সে সম্পূর্ণ সুস্থ হয়ে তার পরেই কলকাতার বিমান ধরে।

এখনও পর্যন্ত ওই বালকের ব্যাপারে বিশদে তথ্য না পাওয়া গেলেও এটা আন্দাজ করাই যায় যে সেই বালক এখন সুস্থ এবং তার থেকে ওমিক্রন অন্য কারও শরীরে ছড়িয়ে পড়ার বিশেষ সম্ভাবনা নেই।

এ দিকে, ভারতে গত ২ ডিসেম্বর প্রথম বার ‘ওমিক্রন’ সংক্রমিতের হদিশ পাওয়া যায়। এখনও পর্যন্ত সেই সংখ্যাটা বেড়ে হয়েছে মাত্র ৬০। অথচ এই ২ ডিসেম্বর থেকে আজ, বুধবার পর্যন্ত রোজ গড়ে ৭ থেকে ৮ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। ফলে এটা বোঝাই যায় যে ‘ওমিক্রন’ ভারতে এখনও উদ্বেগের মতো কিছু কাজ করেনি। তাই সাধারণ মানুষের আতংকিত হওয়ারও কোনো কারণ নেই।

আরও পড়তে পারেন:

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ খুলতেই বহিষ্কার! এ বার সদলবলে তৃণমূলে যোগ দিচ্ছেন সুরজিৎ সাহা

৭ দিনের লড়াইয়ে ইতি! রাওয়তের হেলিকপ্টার দুর্ঘটনায় একমাত্র জীবিত, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ প্রয়াত

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়, কলকাতা পুরভোটে কোনো স্থগিতাদেশ নয়

দেশে সক্রিয় রোগী নামল ৮৭ হাজারে, টেস্ট বাড়ার ফলে কিছুটা বাড়ল সংক্রমণ

দার্জিলিং ৫ ডিগ্রি, শান্তিনিকেতনে ১০ ডিগ্রি, পশ্চিমবঙ্গ জুড়ে শীতের দাপট বাড়ল

বিজ্ঞাপন