কলকাতা: বিশ্ববাংলা লোগো বিতর্কে প্রাক্তন তৃণমূল সাংসদ, বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়কে নোটিশ পাঠিয়ে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাতিয়ালা হাউস আদালতে মানহানির মামলা করেন মুকুলবাবু। ডিসেম্বরে করা ওই মামলার প্রথম শুনানি হয় গত ৭ ফেব্রুয়ারি। তবে তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আদালতকে। গত শুক্রবার সেই মামলা ফের উঠলেও আবেদন নিয়ে আদালত তেমন কোনো আশা জাগাতে পারল না মুকুলবাবুর কাছে। কী সেই আবেদন?
আদালত ওই দিনও মুকুলের দায়ের করা ফৌজদারি মামলাটি নিয়ে তেমন কোনো বিশেষ রায় জানায়নি। তাঁকে ভিত্তিহীন ভাবে আক্রমণ করা হয়েছে, এই অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন মুকুল। প্রাক্তন তৃণমূল সাংসদের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের প্রতি অপমানজনক মন্তব্য করার অপরাধে অভিষেককে সমন পাঠাতে হবে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিজেপির মামলা: জোর সওয়াল-জবাব মুকুল বনাম অভিষেকের
জানা গিয়েছে, ওই দিনেও আদালত আবেদনকারীর দাবি মানার স্বপক্ষে কোনো রায় দেয়নি। অর্থাৎ, মুকুলবাবুর অভিযোগ মতে, অভিষেক যে কিছু মনগড়া-মিথ্যা কথার মাধ্যমে তাঁর সম্মানহানি করেছেন, তা প্রমাণ হওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রইল। আদালত সূত্রে খবর, আগামী ১৯ এপ্রিল ফের ওই মামলার শুনানি হবে।