rain
প্রতীকী ছবি

ওয়েবডেস্ক: বুধবার জানান দিয়েছিল তাপপ্রবাহ বিদায় নিয়ে সক্রিয় হওয়ার পথে বর্ষা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি জানান দিল, বর্ষার সক্রিয় হওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা।

স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এখন রোজই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। বৃহস্পতিবারের বৃষ্টির ফলে খুব একটা বেশি বাড়তে পারেনি সর্বোচ্চ পারদ।

এ দিন সকাল সাড়ে এগারোটায় শহরের পারদ ছিল মাত্র ৩৪ ডিগ্রি, গত কয়েক দিনের তুলনায় যা অত্যন্ত কম। অন্য দিকে পশ্চিমাঞ্চলের শহর, বাঁকুড়ায় পারদ ছিল মাত্র ২৯ ডিগ্রিতে।

এই সবই জানান দিচ্ছে এ বারের মতো বিদায় নিয়েছে তাপপ্রবাহ। এখন শুধুমাত্র বৃষ্টি বাড়বে। আবহাওয়া দফতর থেকে বলা হয়েছে, শনিবার থেকে এগোতে শুরু করবে মৌসুমি বায়ু। সুতরাং আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা জানিয়েছে, আগামী সপ্তাহের গোড়ায় বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। যদিও এই ব্যাপারে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।

সব মিলিয়ে তাপপ্রবাহের স্মৃতি ভুলে এখন শুধুমাত্র বর্ষাকে স্বাগত জানানোর অপেক্ষা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here