রাজ্য
গত ৪৮ ঘণ্টায় কার্যত বৃষ্টিহীন দক্ষিণবঙ্গ, আবার ভারী বৃষ্টি কবে?

ওয়েবডেস্ক: গত বৃহস্পতিবার বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু সে এত তাড়াতাড়ি ওড়িশায় চলে গেল যে তার কোনো প্রভাবই দক্ষিণবঙ্গে পড়ল না। আবার এই মুহূর্তে বর্ষার বৃষ্টি নামানো মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। সে কারণে গত ৪৮ ঘণ্টায় সে ভাবে উল্লেখযোগ্য কোনো বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে।
তবে আবার বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় জোর বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
রবিবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। বর্তমান পরিস্থিতি বিচার করে দেখা গিয়েছে ওই নিম্নচাপটির শক্তি বাড়ানোর সম্ভাবনা যথেষ্টই রয়েছে। আর তার গতিপথও হতে পারে দক্ষিণবঙ্গ দিয়েই। সে কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন কার্গিল যুদ্ধের সেনা, বিধায়ক
রবিবার থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা। সোমবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ নিম্নচাপটি এগিয়ে আসবে দক্ষিণবঙ্গের দিকেই। এই প্রসঙ্গেই ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, “মনে করা হচ্ছে নিম্নচাপটি দক্ষিণবঙ্গের ওপর দিয়েই এগোবে আর সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর দিয়েই প্রবাহিত হবে। সে কারণে বৃষ্টি ক্রমশ বাড়বে।”
রবীন্দ্রবাবুর মতে, উপকূলবর্তী জেলা এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা, বিশেষত বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।
রাজ্য
লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
কোন কেন্দ্রে কে প্রার্থী বিজেপির?

খবর অনলাইন ডেস্ক: শনিবার প্রথম দু’দফার ৫৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এ দিন এই ৫৭টির মধ্যে ৫৬টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে একটি ছাড়া হয়েছে সহযোগী দল আজসুকে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয়, এ দিন স্পষ্ট হয়ে গেল, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারীই।
এক নজরে বিজেপির প্রার্থী তালিকা
প্রথম দফা
২১২ পটাশপুর: অম্বুজাক্ষ মোহান্তি
২১৩ কাঁথি উত্তর: সুনীতা সিংহ
২১৪ ভগবানপুর: রবীন্দ্রনাথ মাইতি
২১৫ খেজুরি: শান্তনু প্রামাণিক
২১৬ কাঁথি দক্ষিণ: অরূপকুমার দাস
২১৭ রামনগর: স্বদেশরঞ্জন নায়েক
২১৮ এগরা: অরূপ দাস
২১৯ দাঁতন: শক্তিপদ নায়েক
২২০ নয়াগ্রাম: বকুল মুর্মু
২২১ গোপীবল্লভপুর: সঞ্জিৎ মাহাতো
২২২ ঝাড়গ্রাম: সুখময় শতপথী
২২৩ কেশিয়াড়ি: সোনালি মুর্মু
২২৮ খড়গপুর: তপন ভুঁইয়া
২৩৩ গড়বেতা: মদন রুইদাস
২৩৪ শালবনি: রাজীব কুণ্ডু
২৩৬ মেদিনীপুর: শমিত দাশ
২৩৭ বিনপুর: পালন সোরেন
২৩৮ বান্দোয়ান: পারসি মুর্মু
২৩৯ বলরামপুর: বাণেশ্বর মাহাতো
২৪০ বাঘমুণ্ডি: আজসু
২৪১ জয়পুর: নরহরি মাহাতো
২৪২ পুরুলিয়া: সুদীপ মুখোপাধ্যায়
২৪৩ মানবাজার: গৌরী সিং সর্দার
২৪৫ পারা: নাদিয়া চাঁদ বাউরি
২৪৬ রঘুনাথপুর: বিবেকানন্দ বাউরি
২৪৭ সালতোড়া: চন্দনা বাউরি
২৪৮ ছাতনা: সত্যনারায়ণ মুখোপাধ্যায়
২৪৯ রানিবাঁধ: ক্ষুদিরাম টুডু
২৫০: রায়পুর: সুধাংশু হাঁসদা
দ্বিতীয় দফা
১২৭ গোসাবা: চিত্ত (বরুণ) প্রামাণিক
১৩০ পাথরপ্রতিমা: অসিত হালদার
১৩১ কাকদ্বীপ: দীপঙ্কর জানা
১৩২ সাগর: বিকাশ কামিলা
২০৩ তমলুক: ডা. হরেকৃষ্ণ বেরা
২০৪ পাঁশকুড়া পূর্ব: দেবব্রত পট্টনায়েক
২০৫ পাঁশকুড়া পশ্চিম: শিন্তু সেনাপতি
২০৬ ময়না: অশোক দিন্দা
২০৭ নন্দকুমার: নীলাঞ্জন অধিকারী
২০৮ মহিষাদল: বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
২০৯ হলদিয়া: তাপসী মণ্ডল
২১০ নন্দীগ্রাম: শুভেন্দু অধিকারী
২১১ চণ্ডীপুর: পুলককান্তি গুড়িয়া
২২৫ নারায়ণগড়: রামপ্রসাদ গিরি
২২৬ সবং: অমূল্য মাইতি
২২৭ পিংলা: অন্তরা ভট্টাচার্য
২২৯ ডেবরা: ভারতী ঘোষ
২৩০ দাসপুর: প্রশান্ত বেরা
২৩১ ঘাটাল: শীতল কপাট
২৩২ চন্দ্রকোনা: শিবরাম দাস
২৩৫ কেশপুর: প্রীতীশ রঞ্জন কুওর
২৫১ তালডাংরা: শ্যামলকুমার সরকার
২৫২ বাঁকুড়া নীলাদ্রি শেখর দানা
২৫৪ ওন্দা: অমর সাখা
২৫৫ বিষ্ণুপুর: তন্ময় ঘোষ
২৫৬ কোতুলপুর: হরকালী প্রতিহার
২৫৭ ইন্দাস: নির্মল ধাড়া
২৫৮ সোনামুখি: দিবাকর ঘোরামি
আরও পড়তে পারেন: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
রাজ্য
আজই প্রার্থী তালিকা বিজেপির! নন্দীগ্রামে শুভেন্দু, খড়গপুরে দিলীপ, জোর জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই প্রার্থী তালিকা। কোন কেন্দ্রে প্রার্থী কে? জোর জল্পনা!

খবর অনলাইন ডেস্ক: শনিবারই প্রথম দু’দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সফরের আগের দিনেই এই প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে বলে বিজেপি সূত্রে খবর।
শুক্রবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। তবে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে গড়মসি চলছেই। সম্প্রতি জানা যায়, তৃণমূলের সঙ্গে একই দিনে তালিকা প্রকাশ করবে বিজেপি। তার পরে শোনা যায়, ৭ মার্চ ব্রিগেড সমাবেশের পর তা প্রকাশ করা হতে পারে। তবে এ দিনই সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে জোর জল্পনা চলছে বিজেপি রাজ্য সভাপতি এবং দলের সাংসদ দিলীপ ঘোষের নাম নিয়ে। এমনটাই শোনা যাচ্ছে, নিজের ছেড়ে আসা খড়গপুরে তাঁকে ফের প্রার্থী করা হতে পারে। অন্যদিকে নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে। একই ভাবে পাণ্ডবেশ্বরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নাম।
বিজেপি সূত্রে খবর, তৃণমূল ছেড়ে আসা রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে তাঁর পুরনো কেন্দ্র ডোমজুড়েই প্রার্থী করা হতে পারে। বিধাননগর থেকে সব্যসাচী দত্ত, বাগদায় দুলাল বর, শিবপুরে রুদ্রনীল ঘোষ, হাওড়া মধ্য-য় রথীন চক্রবর্তী, খড়দহে শীলভদ্র দত্ত, ব্যারাকপুরে চন্দ্রমণি শুল্ক এবং বালি থেকে বিজেপি প্রার্থী করতে পারে এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়াকে।
আপডেট দেখুন: লড়াই মুখোমুখি! নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী
রাজ্য
কেন তড়িঘড়ি প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, সরব পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য
বিজেপির আগেই বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল।

খবর অনলাইন ডেস্ক: বিজেপির আগেই বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য যা নিয়ে সমালোচনায় সরব হলেন।
শনিবার অমিত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় প্রার্থীদের সম্ভাবনা সম্পর্কে অনিশ্চিত রয়েছেন। সেই অনিশ্চয়তা নিয়েই তিনি প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।
টুইটারে অমিত লেখেন, বিজেপি যাঁদের প্রার্থী করবে, তাঁরা সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করবেন। মানুষের চাহিদার বাস্তবায়ন করবেন।
অমিত মালব্য আরও লেখেন, “প্রার্থীদের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত নয় দলগুলি। তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। তড়িঘড়ি করে তাই প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের অনেকের সঙ্গেই সাধারণ মানুষের সম্পর্ক নেই”।
বিজেপি কী ভাবে প্রার্থী বাছাই করছে, সে প্রশ্নের উত্তর খোলসা করে অমিত লেখেন, “বিজেপির প্রার্থীরা সাধারণ মানুষের আকাঙ্খা পুরণের লক্ষ্যে কাজ করবেন। তাঁরা সোনার বাংলা গড়ার স্বপ্নকে সার্থক করবেন”।
প্রসঙ্গত, শুক্রবার ২৯১টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বামফ্রন্ট-কংগ্রেস-আইএসএফ জোটের তরফে ৬০টি আসনের তালিকা প্রকাশ করা হয়। তবে এই সমস্ত আসনগুলির প্রার্থীর নাম স্পষ্ট করা হয়নি।
কালীঘাটে দলীয় কার্যালয় থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে মমতা বলেন, “এ বার আমরা আরও বেশি যুবক এবং মহিলা প্রার্থীদের উপর জোর দিয়েছি। প্রায় ২৩-২৪ জন বিধায়ককে বাদ দেওয়া হয়েছে এবং তালিকায় প্রায় ৫০ জন মহিলা, ৪২ জন মুসলিম, ৭৯ জন তফসিলি এবং ১৭ জন তফসিলি উপজাতি প্রার্থীর নাম রয়েছে”।
আরও পড়তে পারেন: পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
রাজ্য1 day ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক1 day ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর2 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য1 day ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা