Homeখবররাজ্যডিসেম্বরে আর কনকনে শীতের আশা কম, জানুয়ারিতে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা

ডিসেম্বরে আর কনকনে শীতের আশা কম, জানুয়ারিতে জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা

প্রকাশিত

কলকাতা: ডিসেম্বরের শেষ হলেও বড় শীতের কোনও লক্ষণ নেই পশ্চিমবঙ্গে। মেঘলা আবহাওয়া এবং উত্তর ভারতের একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার গতিপথ বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে রাজ্য জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারত থেকে আসা ঠান্ডা বাতাস দক্ষিণবঙ্গ পর্যন্ত পৌঁছতে পারছে না। পশ্চিমী ঝঞ্ঝাগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটালেও সেই শৈত্যপ্রবাহ বাংলায় আসার পথেই বাধা পাচ্ছে।

বর্তমানে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। দফতরের মতে, ডিসেম্বরের বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদরা আশা করছেন, জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে বড় ঠান্ডার সম্ভাবনা তৈরি হতে পারে। তখন উত্তুরে হাওয়া শক্তিশালী হয়ে দক্ষিণবঙ্গ পর্যন্ত পৌঁছতে পারে। সেই সঙ্গে হিমালয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের তীব্রতাও শীতল আবহাওয়ার পরিবেশ তৈরি করবে।

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, শীতের দেরিতে শুরু হওয়া শীতকালীন ফসলের জন্য মিশ্র প্রভাব ফেলতে পারে। তবে জানুয়ারিতে যথেষ্ট ঠান্ডা পড়লে সর্ষে, গম এবং অন্যান্য রবি শস্য উৎপাদনে ভালো ফল আশা করা যায়।

সাম্প্রতিকতম

রাতে দুধ খাচ্ছেন? ওজন কমবে নয়, উল্টে বাড়বে!

রাতে শোওয়ার আগে দুধ খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে! ল্যাকটোজ প্রোটিন, লিভারের ডিটক্সিফিকেশন ব্যাহত হওয়া এবং হজমের সমস্যার কারণে বিশেষজ্ঞরা রাতে দুধ খেতে নিষেধ করছেন।

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

ফ্ল্যাট কেনার আগে সতর্ক থাকুন! রেরা রেজিস্ট্রেশন না থাকলে মিলবে না গৃহঋণ

পশ্চিমবঙ্গে রেরা রেজিস্ট্রেশন ছাড়া আবাসন প্রকল্পে ব্যাঙ্ক ঋণ বন্ধের সিদ্ধান্ত। গৃহঋণ পেতে হলে রেরা অনুমোদিত ফ্ল্যাট কিনতেই হবে।

ওবিসি সার্টিফিকেট সমস্যার সমাধান হলেই রাজ্যে লক্ষাধিক নিয়োগ: মমতা

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জট কাটলেই পশ্চিমবঙ্গে ২-৩ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে