দক্ষিণবঙ্গে ফের ফিরছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২-৩ দিনে রাজ্যের তাপমাত্রা আবার কমতে শুরু করবে। যদিও দিনের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না, তবে ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, আর অন্যান্য জেলাগুলিতে তা ১০-১২ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে।
আবহাওয়াবিদদের মতে, উত্তর ভারত থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবেই এই পারদ পতন হতে চলেছে। ইতিমধ্যেই দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, ও মুর্শিদাবাদে রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের অনুভূতি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শহর কলকাতায় সকাল ও রাতে হালকা শীতের আমেজ থাকবে। সকালবেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঠান্ডার ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হবে না। ফেব্রুয়ারির শুরুতেই তাপমাত্রা ফের বাড়তে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গের মানুষ আরও কয়েকদিন শীতের পরশ উপভোগ করতে পারবেন।