অন্য জেলায় নয়, এবার থেকে নিজের জেলাতেই চাকরি পাবেন শিক্ষিকারা। যারা চাকরি করছেন, তাঁরা পাবেন নিজের জেলায় বদলির সুযোগ। ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার নজরুল মঞ্চে শিক্ষারত্ন প্রদান অনুষ্ঠানের ফাঁকে শিক্ষামন্ত্রী জানান, ‘বাস্তবে দেখা যায়, জীবিকার জন্য নিজের জেলা ছেড়ে একশো মাইল, দেড়শো মাইল দূরে শিক্ষিকাদের থাকতে হয়। যার জন্য সমস্যায় পড়েন তাঁরা। আমাদের সেই বিষয়ে সহানুভূতিশীল হওয়া উচিত। যাঁরা যে জেলার, তাঁরা যাতে সে জেলার স্কুল বা কলেজে কাজ পান সেটা বিবেচনা করা হবে’।
পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে থেকে স্কুলের শিক্ষক পদে দ্রুত নিয়োগের আশ্বাস দেন পার্থবাবু। বলেন, ‘অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, সেই চেষ্টা করা হচ্ছে’।
এদিন রাজ্য সরকারের তরফে সবমিলিয়ে ১৭৯ জন শিক্ষকের হাতে শিক্ষারত্ন তুলে দেন শিক্ষামন্ত্রী।