মিস ওয়ার্ল্ড ২০১৬-র মুকুট উঠল পুয়ের্তো রিকোর স্তেফানিয়ে দেল ভাল্লের মাথায়। যুক্তরাষ্ট্রের এমজিএম ন্যাশনাল হারবার রিসোর্টে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০১৬ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। দ্বিতীয় হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতজা মিগুয়েলিনা রেয়েস রামিরেজ। তিন নম্বরে ইন্দোনেশিয়ার নাতাশা মান্নুএলা।
বেড়াল চোখ ও বাদামি চুলের দেল ভাল্লে, বয়স ১৯। স্প্যানিশ, ইংরাজি ও ফরাসি ভাষায় পারদর্শী। ভবিষ্যতে বিনোদন জগতে আসতে আগ্রহী তিনি। এটা একটা বিরাট বড়ো সম্মান ও দায়িত্ব বলে মনে করছেন দেল ভাল্লে।
প্রথম পাঁচের মধ্যে ছিলেন কায়নার ইভলিন নিজাম্বি ও ফিলিপিন্সের প্রতিযোগী ক্যাটরিয়োনা এলিসা গ্রে।
ভারতীয় প্রতিযোগী সাইকোলজির ছাত্রী ২০ বছরের প্রিয়দর্শিনী প্রথম ২০ জনের মধ্যে ছিলেন। তিনি ‘বিউটি উইথ আ পার্পস’ বিভাগের প্রথম পাঁচে ওঠেন। এই বিভাগে জয়ী হন মিস ইন্দোনেশিয়া।
প্রসঙ্গত, ১৯৫১ সালে ব্রিটেনে প্রথম এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর ছিল এই প্রতিযোগিতার ৬৬তম বর্ষ। এ বছর অংশ নিয়েছিলেন ১০০টি দেশের সুন্দরীরা।
Miss World 2016 is…Stephanie Del Valle from Puerto Rico! pic.twitter.com/IIv7LqZAUi
— Miss World (@MissWorldLtd) December 18, 2016