তাজিকিস্তানে ফুলগাছ লাগানোর জন্য ছুটির প্রস্তাব

0

খবর অনলাইন :  অভিনব কয়েকটি ছুটির প্রস্তাব করেছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমন। কুস্তিগীর ও অশ্বারোহীদের সম্মান জানানোর জন্য এক দিন করে ছুটির পাশাপাশি ফুলগাছ লাগানোর জন্য এক দিন ছুটি। বিবিসি এই খবর দিয়ে জানিয়েছে, তাঁর প্রস্তাব যদি গৃহীত হয় তবে এক ধাক্কায় পর পর তিন দিন ছুটি পাবেন তাজিকিস্তানবাসী। রাজধানী দুশানবেতে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট এই প্রস্তাব করেছেন।

সে দেশে ২২ মার্চ ও ২৩ মার্চ রাজধানীতে কুস্তি প্রতিযোগিতা এবং ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওই দু’দিন ছুটি দেওয়ার পাশপাশি পরের দিন ফুলগাছ লাগানোর জন্য ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট।

অভিনব ব্যাপারে জুড়ি মেলা ভার রাহমনের। এর আগে গত অক্টোবর মাসে জাতীয় চা ভবনের উদ্বোধন করেন তিনি যার আকৃতি  তরমুজের মতো। ২০০০ জন বসতে পারেন এই হলে। এমোমালি রাহমন ১৯৯৪ সাল থেকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট পদে আসীন রয়েছেন। মনে হয়, তাঁর পিছনে জনসমর্থন ভালোই রয়েছে। যদিও সে দেশের মানবাধিকার সংক্রান্ত রেকর্ড ভালো নয়।

পশ্চিমবঙ্গে জামাইষষ্ঠীর ছুটির মতো তাজিকিস্তানের মানুষজন ফুলগাছ লাগানোর একটা ছুটি পেলে মন্দ কী ?

 

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন