ঘুম ভেঙে জানলার বাইরে চোখ পড়তেই দেখা গেল ঝুরো ঝুরো বরফে ভরে গেছে চারপাশ। বৃহস্পতিবারের ভোরটা এভাবেই শুরু হল টোকিয়োবাসীর। প্রকৃতির নিয়ম মেনে শীতকালের নিয়মিত তুষারপাত হতে এখনও প্রায় ৪০ দিন দেরি। শেষ ৫৪ বছরে এই প্রথম নভেম্বরে বরফ পড়তে দেখল জাপান। বেশ কিছুদিন ধরেই পূর্ব জাপানে টোকিয়ো শহরের আশেপাশের অঞ্চল জুড়ে তৈরি হয়েছিল একধরণে বিশেষ ঠান্ডা বাতাস। তার ফলেই রাজধানীতে দিনভর এই বরফপাত।
Snow on fall colors, Tokyo pic.twitter.com/TxXoPF5VrY
— Matt Alt (@Matt_Alt) November 24, 2016
জাপান টাইমসের খবর অনুযায়ী তুষারপাত চলতে থাকলে কান্তো অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই এখানে জমেছে ১৫ সেন্টিমিটার পুরু বরফ। এছাড়া হাকোন অঞ্চলে প্রায় ১০ সেন্টিমিটার পুরু বরফ জমেছে। কোশিন, কানাগাওয়া অঞ্চলেও চলছে তুষারপাত।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।