খবর অনলাইন: সরকারি ভাবে সুপ্রিম কোর্ট কাল বুধবার ফল ঘোষণা করবে। কিন্তু তার আগেই আস্থা ভোটে যোগ দেওয়া বিধায়কেরা জানিয়ে দিয়েছেন জিতে গিয়েছেন হরিশ রাওয়াত। কংগ্রেসের যে ৯ জন বিক্ষুব্ধ বিধায়কের বিধায়কপদ স্পিকার খারিজ করে দিয়েছিলেন তাঁদের আস্থাভোটে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁদের অনুপস্থিতিতে ৩৩টি ভোট পেয়ে কুর্সি ফিরে পেলেন হরিশ। বিজেপির ঝুলিতে গিয়েছে ২৮টি ভোট। এর মধ্যে কংগ্রেসের এক বিক্ষুব্ধ বিধায়ক রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য হরিশের প্রয়োজন ছিল ৩১ জনের সমর্থন।
কংগ্রেসের ৯ জন বিক্ষুব্ধ বিধায়ক গত কালই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের সদস্যপদ খারিজের ব্যাপারটি চ্যালেঞ্জ করে। তার শুনানি হবে জুলাই মাসে।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আস্থাভোটে জিতে গেলেও হরিশ দ্রুত নির্বাচনে যেতে চান। কারণ তিনি জানেন, তাঁর গরিষ্ঠতা নড়বড়ে। যে কোনও মুহূর্তে বিজেপি আবার কলকাঠি নাড়তে পারে। এমনিতেই আগামী বছর উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। কিন্তু যে ভাবে তাঁর সরকারকে উৎখাত করা হয়েছিল, সেই সহানুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে তিনি জোট তাড়াতাড়ি সম্ভব ভোট করার পক্ষপাতী।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী হরিশের এই জয়কে গণতন্ত্রের জয় বলে অভিহিত করেছেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।