নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল আদা। সেই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১১৭ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালক ও সহকারীকে।
মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়ি থানার পুলিশ বিশ্বস্ত সুত্রের খবরের ভিত্তিতে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। আদার বস্তার ভেতর থেকে উদ্ধার হয় ১৭টি প্যাকেট। যাতে গাজা ভর্তি ছিল। ট্রাকটি গুয়াহাটি থেকে ফিরোজাবাদ যাচ্ছিল। ধৃত দু’জনই ফিরোজাবাদের বাসিন্দা।
তবে এরাই মূল পাণ্ডা নাকি এই চক্রে আরও কেউ জড়িত আছে তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অমিতাভ মাইতি।