Kanthi
আহত পুলিশ কর্মী

ওয়েবডেস্ক: কাঁথি আদালত থেকে ফিল্মি কায়দায় আসামিকে ছিনতাই করে নিয়ে গেল দুষ্কৃতীরা। আদালত চত্তরে বোমা-গুলি ছোড়ার ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় হুড়োহুড়ি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।

Kanthi
এখানে পড়েছে বোমা

বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হয় পুলিশের হেফাজতে থাকা কুখ্যাত খুনের আসামি কর্ণ বেরাকে। শুধু খুন নয়, সে একাধিক দুষ্কৃতীমূলক কাজে যুক্ত। ২০১১ সালে পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় প্রথমবার ধরা পড়ে। ২০১৬ সালে পুলিশকর্মী খুনের মূল আসামী। এ হেন কর্ণকে এ দিন আগাম নির্ঘণ্ট অনুযায়ী আদালতে তুলতে গিয়ে বিপত্তি বাঁধে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ উপস্থিত থাকলেও আচমকা দুষ্কৃতীদের ছোড়া বোমা এবং গুলির সামনে অসহায় ভাবে আত্মসমর্পণ করতে হয় পুলিশকে।

আরও পড়ুন: বেলপাহাড়িতে ‘শহিদ ও নিখোঁজ পরিবারগুলির যৌথ মঞ্চ’-এর মিছিল

পুলিশ স্বীকার করেছে, আচমকা ধামাকায় কর্ণ ফের পালিয়ে গিয়েছে। কিন্তু কিছুটা গিয়েই তাকে ছিনতাইকারী বাইকটি বিকল হয়ে যায়। ফলে বাইক হাঁটিয়েই সে আরও দুই সঙ্গীর সঙ্গে পালিয়ে যায়। সূত্রের খবর, স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে কর্ণ। খবর পাওয়া মাত্রই বাড়িটিকে ঘিরে ফেলে পুলিশ।

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এক ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর ফের পুলিশের হাতে গ্রেফতার কর্ণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন