TMC
প্রতীকী ছবি

কলকাতা: বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস নয়, বাংলায় তৃণমূলের প্রকৃত বিকল্প আম আদমি পার্টি। এমনই মন্তব্য করলেন আপের এক প্রবীণ নেতা। সেই লক্ষ্যেই আগামী ছ’মাসের মধ্যে তৃণমূল স্তরে নিজেদের সাংগঠনিক শক্তিকে আরও বাড়াতে চলেছে তারা।

আপের নেতা রাকেশ কুমার সিনহা বলেন, “আমরা মানুষদের বোঝাতে চাই যে বাংলায় তৃণমূলের প্রকৃত বিকল্প আমরাই। আমাদের সংগঠনকে ক্রমশ বিভিন্ন জেলায় ছড়িয়ে দেব। দলের সংগঠন কতটা বাড়ল সেটা দেখার জন্য প্রতি ছ’মাসে দিল্লি থেকে আমাদের প্রথমসারীর নেতারা বাংলায় আসবেন।”

আরও পড়ুন একের পর এক নিম্নচাপ, অথচ বৃষ্টি নেই বঙ্গে, রহস্য কী?

রাকেশবাবুর মতে, বাংলায় এমন নেতার খোঁজে তারা রয়েছেন, যাঁরা স্থানীয় সমস্যাগুলি তুলে ধরে সেগুলোর জন্য লড়বেন। আগামী লোকসভা নির্বাচনে রাজ্য থেকে প্রার্থী দিতে চায় আপ। তবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।

রাজ্যে আপের মহিলা শাখারও উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, দিল্লিতে আপ মহিলা শাখার প্রধান রিচা পাণ্ডে। তিনি বলেন, “নিরাপত্তা থেকে চাকরি, মহিলাদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আমরা আওয়াজ তুলব।”

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন