islampur cpim,
নিহত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করল বাম প্রতিনিধি দল। ছবি: পশ্চিমবঙ্গ সিপিআইএম

ইসলামপুর: দাঁড়িভিট হাইস্কুলে গুলিচালনার ঘটনায় নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করল বাম প্রতিনিধিদল। শনিবার সকাল ১০টা নাগাদ দাঁড়িভিটে পৌঁছোয় সুজন চক্রবর্তী ও অশোক ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম প্রতিনিধিদল। তাঁদের সামনে কান্নায় ভেঙে পড়েন সদ্য পুত্রহারা দুই মা।

নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর বিধানসভায় বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, “এই কষ্ট চোখে দেখা যায় না। তদন্তের নামে এখানে প্রহসন চলছে। পুলিশ কখনও পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করতে পারে না। তাই আমরা বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি। দুই পরিবার সহমতের ভিত্তিতে দেহ দু’টি দাহ না-করে মাটিতে পুঁতে রেখেছে।” নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে দাঁড়িভিট হাইস্কুলে যান তাঁরা।

আরও পড়ুন কংগ্রেস নয়, রাজস্থানের নির্বাচনে এই দলটির সঙ্গে জোট করতে পারে বামেরা

এ দিকে দাঁড়িভিট কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধে শামিল হয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই। তাঁদের ডাকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে। তবে রাজ্যের বাকি অংশে ধর্মঘটের বিশেষ প্রভাব না পড়লেও উত্তর দিনাজপুরে ভালো প্রভাব পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা থাকলেও সেখানে পড়ুয়াদের দেখা মিলছে না।

এসএফআই ছাড়াও শনিবার রাস্তা অবরোধে শামিল হয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন