west bengal earthquake
প্রতীকী ছবি

কোচবিহার: অত্যন্ত ভূমিকম্পপ্রবণ শহর হিসেবেই চিহ্নিত কোচবিহার। মঙ্গলবার সকালে ফের একবার কেঁপে উঠল এই শহর। তবে কম্পনের তীব্রতা অনেকটা কম এবং কেন্দ্রস্থল দূরে হওয়ায় শহরের অধিকাংশ মানুষই এই কম্পন টের পাননি।

মঙ্গলবার সকাল ৯:১৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৪.৭ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল অসমের বরপেটা। গুয়াহাটি-সহ অসমের বেশ কিছু অঞ্চলে এই কম্পনটি ভালো রকম টের পাওয়া যায়। অসম সীমান্ত লাগোয়া হওয়ায় কোচবিহারের কিছু কিছু অঞ্চলের কম্পন অনুভূত হয়েছে। হালকা ভাবে কেঁপেছে আলিপুরদুয়ারের মাটিও।

আরও পড়ুন ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারে বিশ্ব বাংলা গেটের অত্যাধুনিক যন্ত্র, বললেন ফিরহাদ

তবে এই কম্পনে কোথাওই কোনো ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, এ মাসের ১২ তারিখ জোর কম্পনে কেঁপে উঠেছিল বাংলা লাগোয়া অসমের কোকরাঝাড়। উত্তরবঙ্গে ভালো প্রভাব পড়েছিল এই কম্পনের। শিলিগুড়িতে মৃত্যু হয় একজনের।

তবে বিশেষজ্ঞদের মতে, উত্তরপূর্ব ভারত এমনিতে অতিভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে পড়ে। ফলে এই ধরনের হালকা কম্পন এই অঞ্চলে খুবই স্বাভাবিক।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন