low pressure in bay of bengal
ওই আসে বৃষ্টি। নিজস্ব চিত্র

কলকাতা: স্থানীয় ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের প্রভাবে বৃষ্টি নামল শহর কলকাতায়। সেই সঙ্গে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ার প্রভাবে গরম থেকে কিছুটা স্বস্তি মিলল। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত কিছু অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও সকাল থেকেই মেঘমুক্ত আকাশের সৌজন্যে বাড়তে শুরু করেছিল পারদ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ। প্রথমে শহরের উত্তরাংশে সেই মেঘ ভেঙে পড়ে। তার পর ধীরে ধীরে শহরের বাকি অঞ্চলেও শুরু হয় বৃষ্টি।

তবে বৃষ্টির পরিমাণ শহরের উত্তরাংশেই বেশি ছিল। দমদমে বৃষ্টি হয় কুড়ি মিলিমিটার। লেকটাউন এবং সংলগ্ন অঞ্চলে ৪০ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। তবে ঝোড়ো হাওয়া বয়েছে গোটা শহরেই। ফলে গরম থেকে কিছুটা মুক্তি পাওয়া গিয়েছে।

আরও পড়ুন কলকাতায় পেট্রোল ৮৪.৯১ টাকা, সচেতন থাকুন এই ৫টি বিষয়ে

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এ রকম ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং দক্ষিণবঙ্গের ওপরে গরম আবহাওয়ার ফলে একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবেই এ দিন এই বৃষ্টি।

তবে আগামী কয়েক দিন এ রকম বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নিম্নচাপের অভাবে টানা বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন