trinamool and congress alliance
প্রতীকী ছবি।

ওয়েবডেস্ক : মালদহে পঞ্চায়েত বোর্ড গঠনে তৃণমূলকেই সমর্থন করল কংগ্রেস। জেলার ১৪৬টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে ছিল। সেই পঞ্চায়েতগুলোতে তৃণমূলকে সমর্থন করার জন্য জয়ী সদস্যদের হুইপ জারি করেছেন জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর।

উত্তর মালদার সাংসদ মৌসম বলেন, ২০১৯ লোকসভা ভোটের আগে পঞ্চায়েত বোর্ড গঠনে এটি প্রিজোট। জেলার ১৪৬টি গ্রামপঞ্চায়েতে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে বোর্ড গঠন করতে তৃণমূল, বিজেপি বা কংগ্রেসের একে অপরের সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে কংগ্রেস কাকে সমর্থন করবে তা নিয়ে ধোঁয়াশা থেকে যায়। সব বিভ্রান্তির অবসান ঘটিয়ে জেলা কংগ্রেস সভানেত্রী মৌসম বেনজির নূর নির্দেশ দেন তৃণমূলেকে সমর্থন করার।

আরও পড়ুন বিজেপি, সিপিআইএম বা কংগ্রেস নয়, বাংলায় তৃণমূলের প্রকৃত বিকল্প হওয়ার দাবি এই রাজনৈতিক দলটির

কংগ্রেসে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃণমূলের জেলা সভাপতি দুলালচন্দ্র ঘোষ। তিনি বলেন, মালদায় কংগ্রেস টিএমসির হাত ধরলে বিজেপি ফিনিস হবে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন