rogi-kalyan-samiti

ওয়েবডেস্ক: রোগী কল্যাণ সমিতির তহবিলে গত ১০ বছরে জমেছিল প্রায় ৪৬ লক্ষ টাকা। সেই টাকার পুরোটাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজের উন্নয়নে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল সমিতি।

গত শনিবার সমিতির চেয়ারম্যান ডা, রুদ্রনাথ ভট্টাচার্য এ ব্যাপারে বৈঠকে করেন উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে। সেখানে তিনি সমিতির মহতী উদ্যোগের কথা জানান। বৈঠকে স্থির হয়, ওই টাকার পুরোটাই তুলে দেওয়া হবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজের উন্নয়নমূলক কাজে।

এ ব্যাপারে ডেন্টাল বিভাগের অধ্যক্ষ ডা. সঞ্জয় দত্ত জানান, সমিতির তরফে দেওয়া টাকা কোন খাতে কী ভাবে ব্যয় করা হবে তা বিশদ আলোচনার মাধ্যমেই স্থির করা হবে।


আরও পড়ুন: সাগরদিঘিতে ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রাজ্য

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুই তরফের সিদ্ধান্ত মতোই ওই টাকা ব্যয় করা হবে হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাজ ছাড়াও পানীয় জল ও রোগীর পরিজনদের বসার জায়গা নির্মাণে।

ছবি: সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন