priest worships his own stratue in west burdwan
নিজের মূর্তিকে এভাবেই পুজো করেন সিংহরায় বাবা। ছবি: নিউজ১৮

নিয়ামতপুর (পশ্চিম বর্ধমান): স্বপ্নাদেশ এসেছিল। তাই নিজের মূর্তি তৈরি করে সেটাকেই পুজো করেন শ্রী শ্রী সিংহরায় বাবা। পশ্চিম বর্ধমানের নিয়ামতপুরে তাঁর আশ্রম।

তাঁর আশ্রমের পুরো নাম ‘শ্রী শ্রী সিংহরায় বাবা ধাম আদি শক্তি শিব মন্দির।’ সিংহরায় বাবা হিসেবে পরিচিত এই সাধু বহু বছর আগে থেকেই নিজের মূর্তি তৈরি করে পুজো করা শুরু করেছেন। এই ব্যাপারে তিনি বলেন, “আমাদের নিজেদের মধ্যেই ভগবান রয়েছে। আমাদের ভালো থাকতে গেলে নিজেদেরই পুজো করা উচিত। আমার একটা স্বপ্নাদেশ এসেছিল। তারপরেই নিজেকে পুজো করা শুরু করি আমি। আমি মনে করি এতে সমাজের কোনো ক্ষতি হয় না।”

আরও পড়ুন সুপ্রিম কোর্টের রায়ে সমস্যায় পড়েছেন জঙ্গলমহলের চাষিরা

সিংহরায় বাবার ভক্তদের সংখ্যা অগুন্তি। বেশ কিছু ‘হাই প্রোফাইল’ ভক্তও রয়েছে তাঁর। তাঁদের মধ্যে একজন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন।

রোজ সকালে ঘুম থেকে উঠেই নিজের মূর্তিকে পুজো করেন তিনি। তারপর অন্য কাজকর্ম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন