kurseong momo game
আত্মঘাতী সেই ছাত্র। ছবি: ফেসবুক থেকে

কার্শিয়াং: গত বছর ঠিক এই সময়েই সবার ঘুম কেড়ে নিয়েছিল ব্লু হোয়েল। বছর ঘুরতেই সেই ব্লু হোয়েলের আতঙ্ক এ বার ফিরল মোমো গেমের হাত ধরে। কার্শিয়াংয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রের আত্মহত্যা ঘটনায় সন্দেহের তীর এই মারণ খেলাটির দিকেই।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মণীশ সারকি নামে ওই কিশোর কার্শিয়াংয়ের একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। গত ২০ অগাস্ট আত্মহত্যা করেছে সে। ওই কিশোর মোমো গেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল বলেই ধারণা পুলিশের। খেলাটির শেষ ধাপে পৌঁছাতেই আত্মহত্যা করে সে।

আরও পড়ুন আগামী শিক্ষাবর্ষ থেকে দশম ও দ্বাদশের পরীক্ষায় প্রশ্নের ধরন বদলাচ্ছে সিবিএসই

এই সপ্তাহের শুরু থেকে মোমো গেমের ব্যাপারটা জানাজানি হতে শুরু করে। গত সোমবার রাতে জলপাইগুড়ির পিডি কলেজের প্রথম বর্ষের ছাত্রী কবিতা রায়ের ফোনে একটি মেসেজ আসে। অদ্ভুত সেই মেসেজটি দেখে সন্দেহ হলে পুলিশের দারস্থ হয় কবিতা।

সেই ঘটনার তদন্ত করছে পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন