bansjora village on the bank of river subarnorekha
সুবর্ণরেখা নদী তীরে বাঁশজোড়া গ্রাম। নিজস্ব চিত্র।

সমীর মাহাত

তিতলির প্রভাবে প্রবল ঝড়বৃষ্টি। আর তাতেই ভাঙন সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর তীরে। ফলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম ছুটেছে ঝাড়গ্রাম জেলার বাঁশজোড়ার গ্রামবাসীদের।

শুক্রবার তিতলির হানায় নদীগর্ভে তলিয়ে যায় গ্রামের রাস্তা। এ বার ঘরবাড়ি-সহ সব কিছু তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রহর গুনছে বাঁশজোড়া গ্রামের ২০-২৫টি পরিবারের। বাঁশজোড়া গ্রাম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকে, বেলিয়াবেড়া থানার অধীন ১ নং চর্চিতা অঞ্চলে। গ্রামটি সুবর্ণরেখা নদীর একেবারে তীরসংলগ্ন। ২০-২৫ টি ঘরে প্রায় ৭০ জন বাসিন্দার বসবাস।

আরও পড়ুন তিতলির প্রভাবে টর্নাডো এ বার বাঁকুড়াতেও, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাসিন্দাদের কথামতো, বৃষ্টিতে নদীর জল অনেকটা বেড়েছে। গতকাল এলাকায় টর্নাডোর সময় নদীর তীরে ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই রাস্তা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। সেই গর্ভ বসতবাড়ির সামনে চলে এসেছে। শুক্রবার গ্রামবাসীরা আতঙ্কে কেউই ঘরের ভিতরে থাকতে পারেননি। সবাই খোলা আকাশের নীচে রাত কাটিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন চটজলদি ব্যবস্থা না নিলে তাদের সব কিছু তলিয়ে যাবে। বাসিন্দা হলধর মুর্মু বলেন, স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিষটি জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিডিও গ্রামে যাবেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি সংলগ্ন আড়াডাংড়ি গ্রামেও একই পরিস্থিতি বলে জানা গিয়েছে। আর অবশ্য প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই বলে শনিবার জেলা প্রশাসন তরফে বার্তা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন