ছবির গ্যালারি
জনতা কারফিউয়ে কলকাতা: রাজীব বসুর ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: করোনাভাইরাসকে (coronavirus) দূরে রাখতে সারা দেশের সঙ্গে কলকাতাও রবিবার জনতা কারফিউ (janata curfew) পালন করল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনতা কারফিউ পালনের ডাক দিয়েছিলেন। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কারফিউ পালন করা হয়। এক সর্বাত্মক বন্ধের চেহারা নেয় মহানগরী। কলকাতার এই চেহারা দীর্ঘদিন দেখেনি শহরবাসী।

যানশূন্য ব্রেবোর্ন রোড ফ্লাইওভার।

শুনশান যাদবপুর থানা মোড়।

বাস কার্যত নেই, যাত্রীও নেই। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড।

যাত্রীহীন বাস।

অখণ্ড অবসর।
ছবির গ্যালারি
কলকাতা ও অন্যত্র ভাষা দিবস পালিত

খবর অনলাইন ডেস্ক: সারা বিশ্ব জুড়ে শুক্রবার পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর যে ভাষার দাবিকে কেন্দ্র করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল, সেই বাংলাভাষীরা এই দিনটি সাড়ম্বর উদযাপন করেন। এই দিন স্মরণ করা হয় ভাষা শহিদদেরও।

পশ্চিমবঙ্গেও এ দিন সকাল থেকে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়, সরকারি ও বেসরকারি স্তরে। ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল-বেনাপোল চেকপোস্টে যে অনুষ্ঠান হয় তাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাংলাদেশের পল্লি-উন্নয়ন ও সমবায়মন্ত্রী স্বপন ভট্টাচার্য। ওই অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীরাও যোগ দেন।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষাশহিদ দিবস পালন করা হয়। এই উপলক্ষ্যে শহরে একটি মিছিল বের করা হয়।

সকালে দেশপ্রিয় পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মন্ত্রীসভার কিছু সদস্য, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং সাংস্কৃতিক জগতের মানুষজন।

কার্জন পার্কের শহিদ বেদিতে মালা দেওয়া হয়।

সেখানে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিপিএম নেতা বিমান বসু প্রমুখ।
ছবি: রাজীব বসু
ছবির গ্যালারি
বড়োদিনে কলকাতা

ওয়েবডেস্ক: গির্জায় গির্জায় মধ্যরাতের প্রার্থনাসভা দিয়ে শুরু হল বড়োদিনের উৎসব। কলকাতা মহানগরী সারা দিনই মেতেছিল উৎসব। দিনের বেলাতেও ভক্তদের লম্বা লাইন ছিল বিভিন্ন গির্জায়। আর ছুটির দিন বলে শহরের দর্শনীয় স্থানগুলিতে ছিল উপচে পড়া ভিড়। শীতের আবহাওয়াও ছিল মনোরম। বৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু সাধারণ মানুষের উৎসাহ দেখে বৃষ্টিও পিছিয়ে গেল। বড়ো দিনে কেমন কাটাল কলকাতা? দেখে নিন রাজীব বসুর ক্যামেতায়।

মধ্যরাতের প্রার্থনাসভায় ব্রেবোর্ন রোডে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বড়োদিনের সকালে সেন্ট পল্স ক্যাথেড্র্যালে ভিড়।

মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য। বড়োদিনের সকালে।

আলোকসজ্জিত অ্যালেন পার্কে বড়োদিনের সন্ধ্যায় ভিড়।
ছবির গ্যালারি
খ্রিস্টমাস ইভে কলকাতা: রাজীব বসুর ক্যামেরায়

ওয়েবডেস্ক: বড়োদিনে মেতে উঠেছে কলকাতা। সেজে উঠেছে মহানগরী। রাস্তায় নেমেছে জনতার ঢল। আর কয়েক ঘণ্টা পরেই আসবে সেই সন্ধিক্ষণ। রাত ১২টা। আসবে যিশুর জন্মের মুহূর্ত। গির্জায় গির্জায় হবে ঘণ্টাধ্বনি। ক্রিস্টমাস ক্যারোলে গলা মেলাবে সবাই। ক্রিস্টমাস ইভের কলকাতাকে দেখুন।

যিশুর জন্ম। অ্যালেন পার্কে।

আলোয় উদ্ভাসিত পার্ক স্ট্রিট।

নিজেদের সেলফিবন্দি করার পালা।

বড়োদিনের পসরা। নিউ মার্কেটের দোকানে।

বিক্রির অপেক্ষায় সান্তা। বড়োবাজারের দোকানে।

আলোয় সেজেছে নিউ মার্কেট।

সেন্ট জেভিয়ার্সে খ্রিস্টমাস উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
রাজ্য2 days ago
Bengal Polls Live: সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশের বেশি
-
দেশ2 days ago
Corona Update: রেকর্ড তৈরি করে দেড় লক্ষের দিকে এগিয়ে গেল দৈনিক সংক্রমণ, তবুও কম মৃত্যুহারে কিছুটা স্বস্তি
-
বিদেশ2 days ago
Coronavirus Infection: কোনো বস্তু থেকে করোনায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা ১০ হাজারে মাত্র ১, জানাল মার্কিন সিডিসি
-
রাজ্য2 days ago
Bengal Polls 2021: বাহিনীর গুলিতে হত ৪, শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়