ওয়েবডেস্ক: বর্ণাঢ্য অনুষ্ঠান ও তারকা সমাবেশের মধ্য দিয়ে শুক্রবার শুরু হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে উৎসবের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে রাজ্য মন্ত্রীসভার সদস্যরা, টলিউডের কুশীলবরা এবং বলিউডের বাছাই করা চলচ্চিত্র ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহরুখ-সৌরভে তারকা সমাবেশ! তবে এলেন না অমিতাভ-জয়া
চলচ্চিত্রের উৎসবের নানা মুহূর্ত ধরা পড়েছে রাজীব বসুর ক্যামেরায়।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন জিৎ গাঙ্গুলি।

শাহরুখ খানকে সংবর্ধনা জানালেন সাংসদ নুসরত।

মঞ্চে রাখি, শাহরুখ এবং অন্যান্য শিল্পী।

সৌরভ ও শাহরুখ মুখোমুখি, সৌজন্যে মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন তনুশ্রী শঙ্কর ডান্স ট্রুপ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিশু সেনগুপ্ত, জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।