uttam kumar football

ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফুটবল মানেই মন জোড়া-ফলায় বিদ্ধ। এক উত্তেজনা। দুই নস্টালজিয়া। এই দুইয়ের মিশিলে ভাসতে ভাসতে বাঙালি-মন যে কখন ঢুকবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের লুজনিকি স্টেডিয়ামে, চলছে তারই প্রতীক্ষা। এ দিকে সোশ্যাল মিডিয়ায় ফু‌টবল বিশ্বযুদ্ধের আগেই তৈরি হয়ে গেল আস্ত একটা সিনেমা। যে ছবির নায়ক উত্তমকুমার আর অনবদ্য দু’টি ভূমিকায় কমল মিত্র এবং ছায়াদেবী। বলে রাখা ভালো, ছবিটা কিন্তু সাদা-কালো। আবার শুটিংও করা হয়নি নতুন করে। পুরোটাই ফোটোশপের কারসাজি। এক নজরে দেখে নেওয়া যাক সেই ছবি।

এই ছবির ডালিই এখন ঘুরছে হোয়াটসঅ্যাপে। আঙুলের ছোঁয়ায় যা হয়ে উঠছে আদ্যন্ত একটা সিনেমা।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন