যুদ্ধের বিভীষিকা ছেড়ে প্রাণভয়ে পালাচ্ছে এক দল শিশু৷ মাঝখানে নগ্ন এক ন ’বছরের মেয়ে৷ ১৯৭২ সালে অ্যাসোসিয়েটেড প্রেসের চিত্রসাংবাদিক নিক উটের তোলা বিখ্যাত ছবি ‘ন্যাপাম গার্ল’৷ বহুদিন ধরেই ভিয়েতনাম যুদ্ধের প্রতীক হয়ে রয়েছে এই ছবিটি। সম্প্রতি নগ্নতার কারণে এক লরওয়ের লেখকের পোস্ট থেকে এই ছবিটি ডিলিট করে দেয় ফেসবুক। তাঁর অ্যাকাউন্টটিও সাসপেন্ড করা হয়। শিশু পর্নোগ্রাফি ঠেকাতে ফ্রন্টাল ন্যুডিটি নিষিদ্ধ ফেসবুকে। সেই নীতি এই ছবির ক্ষেত্রেও ফেসবুক কর্তৃপক্ষ যান্ত্রিক ভাবে প্রয়োগ করায়, বিতর্ক শুরু হয়েছে সারা পৃথিবীতে। বিতর্ক চলুক। তার মাঝে আসুন আমরা দেখে নিই কিছু কালোত্তীর্ণ ওয়ার ফটোগ্রাফ।
[responsive-slider id=6565]