বেশ কদিন ধরেই খবরের কাগজ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ভরে যাচ্ছে বরফে ঢাকা সিমলা আর মানালির ছবিতে। সেই ছবি দেখে শীতের আমেজটুকুতে মজে আছি আমরা সবাই। ঠিক এই সময় পাওয়া গেল অঙ্কিতকে। অঙ্কিত পেশায় ইঞ্জিনিয়ার। আর নেশায় ফটোগ্রাফার। বরফে ঢাকা হিমাচলের ছবি তো অনেক হল, এ বার একটু অন্য সময়ের ছবি। অঙ্কিত গুপ্তার ক্যামেরায় বন্দি থাকা একগুচ্ছ ছবির মধ্যে বেছে নিলাম হিমাচল প্রদেশের কয়েকটা। স্পিতি উপত্যকার মুধ গ্রাম থেকে তোলা
ওল্ড মানালি
তখন শুধু বৃষ্টি নামার অপেক্ষা
কিন্নর
ওল্ড মানালি
ছবি সৌজন্য: অঙ্কিত গুপ্তা