ওয়েবডেস্ক: দোহাই! কপিক্যাট বলে কুখ্যাত রাজ চকো (এটাই তো ভদ্রলোকের ইনস্টা-নাম) বাগদানে-বিয়েতে গিন্নি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পোশাকে অনুষ্কা শর্মাকে নকল করেছেন বলে বিরুষ্কার মধুচন্দ্রিমার গ্রামে ঘুরতে গিয়েছেন রুক্মিণী মৈত্রকে নিয়ে দেব- এটা আবার রটাবেন না যেন! পরিচালকের নির্দেশে এক সময়ে টুকলি ছবিতে অভিনয় করতে হয়েছে ঠিকই নায়ককে, কিন্তু নিজে যে উনি টুকলিতে বিশ্বাসী নন, তা নিয়ে তো আর হইচই সম্প্রতি কম হল না!
আরও পড়ুন: বিয়ের পরে কাজ বাড়ছে, দেব না খাইয়ে দিলে রুক্মিণী খাবেন না!
তা, সে যাক গে! আপাতত আসল ব্যাপারটায় চোখ আর মন দিন দেখি! ‘হইচই আনলিমিটেড’ মুক্তি পেয়েছে, ভালোই পয়সা এনে দিয়েছে প্রযোজক দেবের ঘরে, ফলে, হবু গিন্নি রুক্মিণীকে নিয়ে কোথাও তাঁর হারিয়ে যাওয়ার নেই মানা! গেলেন কোথায়? সেটি একবারের জন্যেও খোলসা করে বলেননি দুজনের কেউই! তবে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভরিয়ে তুলেছেন বরফে ঢাকা নিসর্গ আর ইগলু হোটেলের ঝলকে। তা থেকেই মালুম হচ্ছে, ফিনল্যান্ডের যে গ্রামে মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন বিরুষ্কা, সেখানেই গিয়েছেন এই জুটিও! অরোরা বোরিয়ালিস, আর্কটিক অ্যাঙ্গেল- এ সব ক্যাপশন চোখে পড়ছে তো?
এবং গিয়ে থেকে দেব কিন্তু মজে আছেন হরেক অ্যাডভেঞ্চারে! বরফে ঢাকা হ্রদে পায়চারি, বরফজমা হ্রদের তলায় সাঁতার- কিস্যুটি বাদ যাচ্ছে না! দেখুন না ভিডিওগুলো! রুক্মিণী সে দিক থেকে মন দিয়েছেন অন্দর এবং নিজের সাজেই! তারও আকর্ষণ কম, তা যদিও বলা যাবে না!