ভাঙড় : পাওয়ার গ্রিড স্টেশনের কাজ বন্ধের দাবিতে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। সোমবার থেকেই ফুঁসছিলেন গ্রামবাসীরা। খামারাইট গ্রামে ১০ হাজার মানুষের জমায়েত হয়। তার পর পুলিশ ২ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। রাতভর পুলিশের অত্যাচার চলেছে, এই অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনকারী জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে।
জনতা-পুলিশে খণ্ডযুদ্ধ বাধে।
পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ নামানো হয়।
পুলিশের গাড়িতে ভাঙচুর হয়, আগুন লাগানো হয়। পুলিশের উপর ইটপাটকেল বৃষ্টি হয় বলে তাদের অভিযোগ।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
পুলিশ গুলিও ছোড়ে বলে অভিযোগ। গুলিতে মারা গিয়েছেন এক জন।