ওয়েবডেস্ক: শুধু অভিনয়েই নয়! পাশাপাশি, স্টাইল স্টেটমেন্টেও সবার নজরকাড়া হয়ে ওঠেন নায়িকারা। সেই কথা মাথায় রেখে সুন্দর করে তাঁদের পোশাক তৈরি করেন ফ্যাশন ডিজাইনাররা। মেক-আর্টিস্টরা তার সঙ্গে মানানসই করে সাজিয়ে তোলেন নায়িকাদের। যা ছায়াছবির পর্দায় যোগ করে এক অন্য মাত্রা। এভাবেই রূপজগতের মধ্যমণি হয়ে বিরাজ করেন নায়িকারা।
কিন্তু এ তো ছিল ছবির জগতের কথা। আর বাস্তব? সেখানেও কি সৌন্দর্যের চুলচেরা মাপকাঠিতে প্রথম জায়গাটা দখল করতে পারেন তাঁরা?
বলতেই হচ্ছে, সব সময় ছবিটা এত সুন্দর হয় না। নিজেই দেখুন না এক এক করে- কেমন শিউরে ওঠা পোশাকে নিজেদের সাজিয়ে মাঝে মাঝেই পথে বেরোন আপনার প্রিয় নায়িকারা।
1মাধুরী দীক্ষিত:
শাড়িতে মাধুরীর নারীত্বের আবেদন যে ভাবে ধরা দিয়েছে, তেমনটা আর কিছুতে নয়। কিন্তু এই বিদঘুটে শাড়িটা দেখুন! মণীশ মালহোত্রার ডিজাইন করা এই শাড়ি সব দিক থেকেই জবরজং। এর চকচকে লেদার লুকের সঙ্গে একেবারেই খাপ খাচ্ছে না ফিনফিনে নেটের আঁচল। পাড়ে আবার মুক্তো বসানো যা চোখকে পীড়া দিচ্ছে। তাহলে কি শাড়িতে মাধুরীর জাদু শেষের পথে?