ওয়েবডেস্ক: ‘দি ওয়েডিং’ শেষ! এ বার নতুন বউয়ের একটু মন দিয়ে ঘর-সংসার করার পালা!
সে হয় তো করছেনও সোনম কাপুর! সব সময়ে তো আর তাঁর ঘরে উঁকি দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না!
কিন্তু আরও একটা ব্যাপার আছে। বিয়ের পরে এ দেশে মেয়েদের কাছ থেকে আশা করে নেওয়া হয়- তাঁরা পোশাক-আশাকের দিক থেকে কেবল একটি জিনিসই ধারণ করবেন অঙ্গে- শাড়ি!
তা, বলতে নেই, নতুন বউ সোনম কিন্তু তেমনটা করছেনও। যেখানেই যাচ্ছেন, শুধু শাড়ি পরেই যাচ্ছেন। উপরের ছবিতে তো দেখতেই পাচ্ছেন তাঁর শাড়ির বহর আর বাহার!
অবশ্য, বিয়ের পরে বললে অন্যায় হবে। বিয়ের আগে থেকেই সোনম সেই যে শাড়ি নিয়ে হরেক পরীক্ষায় মেতেছেন, তা এখনও চলছে। শুধু সাম্প্রতিক পরীক্ষাটা সবাইকে থ’ করে দিল, এই যা!
সদ্য সোনম একটি ডিজাইনার ডেনিম শাড়ি পরে নেমেছিলেন পথে। ডেনিমের যেমন ছেঁড়া হওয়াটাই ফ্যাশন, তা অক্ষুণ্ণ রাখতে শাড়ির আঁচলেও দেখা গিয়েছে সুতো ঝুলতে। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে হাসাহাসি। কেউ বলছেন কার্টুন নেটওয়ার্ক, কেউ বলছেন হরর মুভি, কেউ বা আবার সরাসরি ঘর মোছার ন্যাতা বলছেন শাড়িটাকে।
যদিও সোনম একা নন। সম্প্রতি তাঁর ‘বীরে দি ওয়েডিং’ ছবির সহ-অভিনেত্রী স্বরা ভাস্করের একটি পোশাক নিয়েও হাসাহাসি হয়েছে নেটদুনিয়ায়। দেখতেই পাচ্ছেন উপরের ছবিতে স্বরার পোশাক নিয়ে রসিকতার নমুনা!
এর পর কি খোদ বীরে, মানে করিনা কাপুর খানের পালা?