ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের উদ্যোগে কলকাতার পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে খ্রিস্টমাস উৎসব পালিত হয়। ওই উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ও মহানগরীর আর্চবিশপ রেভারেন্ড টমাস ডিসুজা হাজির ছিলেন।খ্রিস্টমাস উপলক্ষ্যে অ্যালেন পার্ক-সহ পার্ক স্ট্রিট সাজানো হয়েছে। পার্কের সামনে লাগান হয়েছে একটি খ্রিস্টমাস ট্রি।
ওই উৎসবে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে শিশুরা নানা শিল্পকলার প্রদর্শন করে।
ছবি: রাজীব বসু
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।